টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ কারণে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে জেলার ৭টি উপজেলায় ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
রবিবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অধিক ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখতে বান্দরবান সদরে ১০টি, লামায় ৫৫টি, আলীকদমে ১০টি, নাইক্ষ্যংছড়িতে ২০টি, রোয়াংছড়িতে ২২টি, থানচিতে ৩টি ও রুমাতে ৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নিতে ইতোমধ্যে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় মাইকিংও করা হয়েছে।