X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রংপুরে এরশাদের জন্য কবর খনন

রংপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৮:২৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৮:৫৪

রংপুরে এরশাদের জন্য কবর খনন

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে রংপুরে সমাহিত করার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে মহানগর জাতীয় পার্টি। রংপুর নগরীর দর্শনা এলাকায় এরশাদের বাসভবন পল্লী নিবাসের পাশে তার বাবা মরহুম মকবুল হোসেন মেমোরিয়াল হাসপাতাল এলাকায় লিচু বাগান চত্বরে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা দলীয় নেতাকর্মীদের নিয়ে কবরের জায়গা নির্ধারণ এবং নিজেই মাটি কেটে কবর খননের কাজ শুরু করেন।

কবর খননের কাজ শুরু করার পর উপস্থিত সাংবাদিকদের সিটি মেয়র বলেন, এরশাদ জীবিত থাকাকালে দর্শনা এলাকায় বিশাল এলাকাজুড়ে দুটি স্থাপনা নির্মাণ করেছিলেন। এর একটি হচ্ছে তার বাবার নামে মকবুল হোসেন জেনারেল অ্যান্ড ডায়াবেটিকস হাসপাতাল এবং তার পাশেই ‘পল্লী নিবাস’ নামের বাসভবন। এরশাদ রংপুরে এলে সার্কিট হাউজ বা অন্য কোথাও রাতযাপন করতেন না। নিজের বাড়িতেই অবস্থান করতেন। মেয়র বলেন, ‘আমরা এমন জায়গায় এরশাদকে সমাহিত করবো যেখানে তিনি নিজ হাতে অসংখ্য লিচু গাছ রোপণ করেছিলেন। তাকে সমাহিত করার পর বিশাল এলাকাজুড়ে মিউজিয়ামসহ মাজার কমপ্লেক্স নির্মাণ করা হবে। যাতে দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, বিদেশি মেহমানরা তার কবর জিয়ারত করতে পারেন সে ধরনের সব আধুনিক ব্যবস্থা করা হবে।’

রংপুরে এরশাদের জন্য কবর খনন

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই জাপা নেতা বলেন, ‘এরশাদ বলে গেছেন তিনি মারা গেলে তাকে যেন পল্লী নিবাসেই সমাহিত করা হয়। তাকে ঢাকার বনানীতে যেখানে সমাহিত করার কথা বলা হচ্ছে সেটা সেনানিবাস এলাকা, সেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ফলে কেন একজন সফল রাজনীতিবিদ জনপ্রিয় নেতাকে জনগণের যাতায়াত নিষিদ্ধ এলাকায় দাফন করা হবে? আর সারা দেশের মানুষ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা চান এরশাদকে রংপুরে সমাহিত করতে। কারণ, রংপুরে তার শৈশব-কৈশোর লেখাপড়া সবকিছু এখানে, তার বাবা-মায়ের কবর এখানেই আছে। তাছাড়া তিনি রংপুরের মানুষের প্রাণের চেয়ে প্রিয় নেতা। আমরা অনন্তকাল ধরে এরশাদকে শ্রদ্ধা জানানোর জন্যই রংপুরে সমাহিত করতে চাই। এ জন্য যেকোনও মূল্যে আমরা এরশাদের মরদেহ রংপুর থেকে অন্য কোথাও নিয়ে যেতে দেবো না। প্রয়োজনে লাখো নেতাকর্মী রক্ত দেবে।’

এদিকে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে মকবুল হোসেন হাসপাতালে দিনব্যাপী কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার এরশাদের নামাজে জানাজা বাদ জোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠানের জন্য নগরজুড়ে মাইকিং চলছে। একইভাবে প্রতিটি উপজেলায়, এমনকি রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় জানাজায় অংশ নেওয়ার জন্য মাইকে প্রচারণা চলছে বলে জানান মহানগর জাপা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

এদিকে এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুর নগরীর সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও এ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে। রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রংপুর জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, এরশাদের জানাজায় তিন লাখেরও বেশি মানুষ অংশ নেবেন বলে তারা আশা করছেন।

আরও পড়ুন- এরশাদের লাশ রংপুর থেকে কোথাও যাবে না, জাপা নেতাদের হুঁশিয়ারি (ভিডিও)

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে
তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে
এবার মিয়ানমারকে হারানোর পণ বাংলাদেশের
এবার মিয়ানমারকে হারানোর পণ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট