X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৮:১০

চট্টগ্রাম শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার গত বছরের চেয়ে কমেছে। তবে এই শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে এক হাজার ২৪৭ জন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান। ফলাফলে দেখা যায়, এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। যেখানে গত বছর পাসের হার ছিল ৬২.৭৩ শতাংশ। অর্থাৎ পাসের হার শূণ্য দশমিক ৫২ শতাংশ কমেছে।

অন্যদিকে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। যেখানে গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬১৩ জন। এবার বিজ্ঞানে পাসের হার ৮০ দশমিক ০৯ শতাংশ, ব্যবসায় ৬৪ দশমিক ৮৮ শতাংশ এবং মানবিকে ৪৮ দশমিক ৬৫ শতাংশ।

মাহবুব হাসান বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ হাজার ৫২৩ জন পাস করেছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট দুই হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার নগরের বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কলেজগুলোর ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তাই এবার সম্মিলিত ফলাফল সামান্য খারাপ হয়েছে। এছাড়া এবার আইসিটি ও ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে।’

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৭৯৬। এর মধ্যে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৬১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। বিজ্ঞানে পাস করে ১৮ হাজার ১০১ জন, ব্যবসায় ১৮ হাজার ২৮০ জন এবং মানবিকে ২৫ হাজার ১৪২ জন।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। আটটি সাধারণ বোর্ডে পাসের পার ৭১.৮৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।

এইচএসসিতে গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
আইপিডিসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসাইন
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো