X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘২০২০ সালে চালু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’

লালমনিরহাট প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ২২:৫১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২৩:২৫

সাংবাদিকদের সঙ্গে ক্থা বলছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ‘২০২০ সালের জানুয়ারিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।’ বলেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় বিমানযোগে লালমনিরহাট বিমানবাহিনীর সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত বৈঠক ও পরিদর্শন কার্যক্রমের আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘২০১৯ সালের ৬ মে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম ঢাকার পুরাতন বিমানবন্দরে অস্থায়ী কার্যালয়ে শুরু হয়েছে। এই অঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়টির অন্যতম ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সঙ্গে একত্রে কাজ করার লক্ষ্যে বিশ্বের কয়েকটি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। ’

বিশ্ববিদ্যালয়টির পরামর্শক সালমান হাসান ডেভিড বলেন, ‘২০২০ সালের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালটিতে সাতটি ফ্যাকালটি, ৩৭টি ডিপার্টমেন্ট ও চারটি ইনস্টিটিউট রাখার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, লালমনিরহাটে বিমানবাহিনীর একটি সুবিশাল রানওয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় এই বিমানবন্দরটি ব্যবহার করা হয়েছিল। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে ছুটি পেয়ে খুশি হোটেল-রেস্তোরাঁকর্মীরা
মে দিবসে ছুটি পেয়ে খুশি হোটেল-রেস্তোরাঁকর্মীরা
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: পরিবেশমন্ত্রী
জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: পরিবেশমন্ত্রী
আপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
পরাজিত হইনি পরাজিত হবো নাআপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার