X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

না.গঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি গিট্টু হৃদয় নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০

হৃদয় ওরফে গিট্টু হৃদয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হৃদয় ওরফে গিট্টু হৃদয় নামের একজন নিহত হয়েছেন। তিনি শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১৭ মামলার আসামি ছিলেন বলে র‍্যাব জানিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেংরাকান্দি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‍্যাবের দুই সদস্য আহত হন বলেও জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন প্রাইভেটকার চালক কামাল হোসেন এবং নিহত হৃদয়ের দুই সহযোগী জহিরুল ইসলাম ডলার ও সেলিম।

নিহত হৃদয় সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। তিনি থানা পুলিশের মাদক ব্যবসায়ীর তালিকার এক নম্বর ব্যক্তি। তাকে ধরতে পুলিশ ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। হৃদয়ের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ১৭টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, ‘বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেংরাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিলো। এ সময় হৃদয়ের গাড়িকে সিগন্যাল দিলেও সে না থামিয়ে গাড়ির জানালা খুলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে তখন র‍্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে র‍্যাবের সঙ্গে বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থলেই নিহত হয় তিনি। পরে সেখান থেকে তিন জনকে আটক করা হয়।’

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় সৈনিক সৌরভ রায় ও কনস্টেবল ওবায়দুল আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত গাড়িসহ দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, ৫শ’ পিস ইয়াবা ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি