X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এক দফা দাবি আদায়ে অটল বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬

বশেমুরবিপ্রবি-তে শিক্ষার্থীদের আন্দোলন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতেও শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলছে। আমরণ অনশনও পালন করছেন শিক্ষার্থীরা। 

ভিসি’র নানা অনিয়ম ও দুর্নীতি এবং কথায় কথায় শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ দেওয়ার প্রবণতার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার রাত থেকে এই আন্দোলন করছেন। বিশেষ করে গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরও বুধবার মধ্যরাত থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বিকাল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। বশেমুরবিপ্রবি-তে শিক্ষার্থীদের আন্দোলন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের একমাত্র দাবি ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ করলেই কেবল তারা আন্দোলন থেকে সরে যাবেন। তা না হলে আন্দোলন চলবে।

অন্যদিকে, রাতে ও শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ভিসি, প্রক্টরসহ কর্তৃপক্ষের বেশ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন- 

উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি

কথায় কথায় ‘বহিষ্কার’ করে যে বিশ্ববিদ্যালয়

ভিসির মুখে এ কী ভাষা!

ফেসবুকে লেখালেখির অভিযোগে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহিষ্কার

/এফএস/
সম্পর্কিত
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ৮ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সুরক্ষা দেয়াল না থাকায় নির্মাণাধীন সড়কে ধস, চালু হলো অস্থায়ী যোগাযোগ
সুরক্ষা দেয়াল না থাকায় নির্মাণাধীন সড়কে ধস, চালু হলো অস্থায়ী যোগাযোগ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই
গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানালেন খালেদা জিয়া
গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানালেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট