X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঝুঁকিতে খাদ্য গুদামের পাঁচ ভবন

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৮:৫০

ঝুঁকিতে খাদ্য গুদামের পাঁচ ভবন

গোপালগঞ্জ জেলার পাচুড়িয়া খাদ্য গুদামের সামনের অংশ হঠাৎ দেবে গেছে। একারণে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন। এমনকি ঝুঁকিতে রয়েছে পাচুড়িয়া খাদ্য গুদামের পাঁচটি ভবনই।

স্থানীয়দের দাবি, ওই স্থানের পাশেই পৌর সুপার মার্কেট নির্মাণের জন্য পাইলিং করায় নিচের স্তরের বালু সরে গেছে। তাই রাস্তা দেবে গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাচুড়িয়া-মোহাম্মাদপাড়া সড়কের পাচুড়িয়া খাদ্য গুদামের সামনের অংশ কয়েকদিন আগে হঠাৎ করেই দেবে গেছে। খাদ্য গুদামের সামনের ১০ ফুট দূরের মাটি ও বাউন্ডারি ওয়াল রাস্তা থেকে দুই ফুট দেবে গেছে। গোডাউনে মাল পরিবহনের জন্য কোনও ট্রাক ঢুকতে পারছে না। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে খাদ্য গুদামের হাজার হাজার টন মালসহ ভবনগুলি হেলে পড়ে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আকবর আলী খান, লুৎফার রহমান, টুটুল শেখ, জিহাদ শেখসহ আরও অনেকে জানায়, ১৯৭৮ সালে গোডাউনের সামনের রাস্তা নির্মাণ করা হয় এবং রাস্তার পাশে খালপাড়ে মাটি দেওয়া হয়। কয়েকদিন আগে হঠাৎ করে এই রাস্তা দুই ফুট দেবে যায়। পাশেই পৌর সুপার মার্কেট নির্মাণের কাজ চলছে, সেখানে পাইলিং করার কারণেও রাস্তা দেবে গিয়ে থাকতে পারে। এলাকাবাসীর যাতায়াতে সমস্যা হচ্ছে। খাদ্য গুদামের ভবনগুলিও ঝুঁকিতে রয়েছে।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীনুল ইসলাম বরকত জানান, কয়েকদিন আগে হঠাৎ করে খাদ্য গুদামের সামনের এই রাস্তা বাউন্ডারি ওয়ালসহ প্রায় দুই ফুট দেবে যায়। গুদাম থেকে মালামাল পরিবহনের কোনও ট্রাক ভেতরে ঢুকতে পারছে না। আমাদের খাদ্য গুদামের ভবনগুলিও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত ওই সড়কটি মেরামত করা একান্ত প্রয়োজন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, ‘পাচুড়িয়া খাদ্য গুদামের সামনের রাস্তাটির পাচুড়িয়া খালপাড়ের বেশ কিছু অংশ দেবে গেছে। সদর উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে বিষয়টি আমি খোঁজ নিয়েছি। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।’ পৌরসভার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে