X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
আদালতের পর্যবেক্ষণ

রাজনৈতিক দ্বন্দ্বের জেরে লিটন হত্যা, কিলারদের প্রশিক্ষণ চলে এক বছর

গাইবান্ধা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১৩:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৮:২৬

 

মঞ্জুরুল ইসলাম লিটন ও ডা. আবদুল কাদের খাঁন গাইবান্ধার সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ‘রাজনৈতিক কোন্দল, আধিপত্য বিস্তার, এমপি হওয়ার লোভের জেরেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন আবদুল কাদের খাঁন। হত্যাকাণ্ড অংশ নেওয়া কিলারদের এক বছর অস্ত্র চালানোর প্রশিক্ষণসহ অর্থ ও নানা প্রলোভন দেন তিনি। তিনটি অস্ত্র দিয়ে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এমপি লিটনকে হত্যা করে চার খুনি। এই বীভৎস হত্যাকাণ্ড সারাদেশের মানুষকে হতবাক করেছিল।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত আসামিদের মধ্যে ছয় জনের উপস্থিতিতে রায় পড়েন তিনি। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিরা রায় শোনেন। এর আগে, সকাল ১১টা ১৮ মিনিটে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ছয় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। প্রধান আসামি আবদুল কাদের খাঁনকে হাসিমুখে আদালতে আসতে দেখা যায়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ডা. আবদুল কাদের খাঁন, তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, গৃহকর্মী শাহীন, রানা ও চন্দন কুমার। হত্যাকাণ্ডে অভিযুক্ত আট জন আসামির মধ্যে কসাই সুবল কারাগারে অসুস্থ অবস্থায় মারা যান। আর চন্দন কুমার ভারতে পলাতক রয়েছেন। সুবল ছাড়া বাকি সাত জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা প্রায় ১৮ মাস যুক্তিতর্ক উপস্থাপন করেন। গত ১৯ নভেম্বর এই রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্বজনসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায়ের পর কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি বলেন, ‘লিটনকে হারিয়ে যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হবে না। ঘটনার প্রায় তিন বছর পর আদালতে ন্যায়বিচার পেলাম। খুনিদের সর্বোচ্চ শাস্তিতে আমরা খুশি। পলাতক আসামি চন্দনকে গ্রেফতার করে দেশে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাই।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘চাঞ্চল্যকর এ হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রত্যেকের অপরাধ বিবেচনা করেই আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। মামলার রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় এ রায় নজির হয়ে থাকবে।’

অন্যদিকে রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসামিদের স্বজন ও আইনজীবীরা। এ রায় প্রত্যাখ্যান করে আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, ‘আদালতে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো আমরা।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে লিটনের বড় বোন ফাহমিদা কাকলী বুলবুল মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল হত্যার মূল পরিকল্পনাকারী আবদুল কাদের খাঁনসহ আট জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয় আদালতে।

২০১৮ সালের ৮ এপ্রিল আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়, শেষ হয় ২০১৯ সালের ৩১ অক্টোবর। এ মামলার বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ ৫৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ১৮ ও ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি খণ্ডন শেষে রায়ের দিন ধার্য করা হয়।

এছাড়া লিটন হত্যার ঘটনায় অস্ত্র আইনের মামলায় চলতি বছরের গত ১১ এপ্রিল আবদুল কাদের খাঁনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আরও পড়ুন- 
এমপি লিটন হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড

যেভাবে তৈরি হয় এমপি লিটন হত্যার প্লট

মোবাইল ছিনতাইয়ের সূত্র ধরে লিটন হত্যার রহস্য উদঘাটন

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা