X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সেন্টমার্টিনের সমুদ্রে ভাসছে মৃত তিমি (ভিডিও)

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ২১:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:১৯

সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসছে ‘বালেন’ প্রজাতির মৃত তিমি।

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির একটি  ‘তিমি’ মাছের দেখা মিলেছে। তবে মাছটির কোনও নড়াচড়া না থাকায় সেটিকে মৃত বলে ধারণা করছে ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় লোকজন। বুধবার দুপুরে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখা যায়। এটিকে বালেন প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ সাব জোনের টুরিস্ট পুলিশের এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার সকালে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে করে সেন্টমার্টিন যাওয়ার সময় মাঝ পথে সমুদ্রে একটি বিশাল আকৃতির একটি তিমি দেখা গেছে। এসময় জাহাজে থাকা পর্যটকরা মোবাইল ফোনে এর ছবি ও ভিডিও ধারণ করে। তবে তিমি মাছটি মৃত ছিল সবাই ধারণা করছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘দ্বীপের মাঝপথে সমুদ্রে  তিমি মাছ দেখে সকলে ভিডিও ধারণ করেন। মৃত অবস্থায় এই মাছটি ভাসমান ছিল। ৪০ ফুট লম্বা এই তিমি মাছটি প্রথমে চোখে পড়ে পর্যটকদের। পরে মূহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে জাহাজে থাকা পর্যটকদের সবাই ছুটে যান সেটিকে এক নজর দেখতে।’

সেন্টমার্টিনের পাশে বঙ্গোপসাগরে ভাসছে মৃত তিমি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সমুদ্রে ভাসমান তিমির মৃতদেহের বিষয়টি স্থানীয় লোকজনের কাছে শুনেছি। তবে সেটি তীরে ভেসে আসলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।’ 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘সমুদ্রে তিমির মৃতদেহের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এহসানুল করিম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ‘বালেন’ প্রজাতির তিমি। এটি সাধারণ ৮০০-৯০০ মিটার গভীরতায় চলাফেরা ও বসবাসরত প্রাণী। এই প্রজাতিগুলো দলবদ্ধ হয়ে চলাফেরা করে থাকে।’’

তিনি বলেন, ‘ইতোপূর্বে ২০১৮ সালের ১৮ ই মে কুয়াকাটা বিচের কাছে এই ধরনের একটি তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমি মাছটি সেন্টমাটিনের কাছাকাছি এসেছে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা গেছে।’

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ত্বকের যত্নে আমের খোসা কাজে লাগাবেন যেভাবে
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!