X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভোটারদের দ্রুত বাড়ি ফেরার পরামর্শ বাগেরহাটে

এস এম সামছুর রহমান, বাগেরহাট
২১ মার্চ ২০২০, ১০:০৫আপডেট : ২১ মার্চ ২০২০, ১০:২৭

ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কর্মকর্তারা জানান, করোনা মোকাবিলায় ভোট কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং ভোটারদের দ্রুত বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।  

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ১৪৩টি কেন্দ্রে ভোট চলছে। এই দুই উপজেলায় ভোটার তিন লাখ ১৬ হাজার ৫১০ জন। উপনির্বাচনে প্রার্থী দুই জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন

বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সঠিকভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে কর্মকর্তাদের পাশাপাশি পাঁচ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দুই উপজেলায় ২৩ জন নির্বাহী ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,  পুলিশের ২১টি ভ্রাম্যমাণ দল, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১২ প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড ও র‌্যাবের ১০টি টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।’ করোনা প্রতিরোধের নির্দেশনা দিয়ে ব্যানার লাগানো হয়েছে ভোট কেন্দ্রে

তিনি আরও জানান, করোনা প্রতিরোধে রিটানিং কর্মকর্তার পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে ব্যানার লাগানো হয়েছে। সাতটি ম্যাসেজ সম্বলিত এই ব্যানারে নিরাপদে ভোট দিয়ে এবং দ্রুত বাড়ি ফিরে যেতে অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপদ দূরত্বে লাইনে দাগাতে বলা হয়েছে। ভোটারদের ভোট দেওয়ার পরপরই দ্রুত ভোটকেন্দ্র ত্যাগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

আরও পড়ুন- 
হাত ধোয়ার ব্যবস্থা রেখে ভোট শুরু

করোনা ঝুঁকির মধ্যেই উপনির্বাচনে ভোট চলছে

 

/এফএস/
সম্পর্কিত
প্রহসনের নির্বাচনের অভিযোগদায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
‘সব বিষয়েই একমত হতে হলে আলোচনার যৌক্তিকতা কী?’
মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠকফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা বিএনপির
সর্বশেষ খবর
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট