X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনা ঝুঁকির মধ্যেই উপনির্বাচনে ভোট চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ০৯:০৩আপডেট : ২১ মার্চ ২০২০, ০৯:৪৬

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট শুরু ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট শেষ হবে বিকাল ৫টায়। ইভিএম ব্যবহারে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে হাতের মাধ্যমে যাতে জীবাণু না ছড়ায় সেজন্য ভোটকেন্দ্রে স্যানিটাইজার ও টিস্যু রেখেছে নির্বাচন কমিশন। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট শুরু

রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, শেরে-ই বাংলা ও লালবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ও বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট

এ আসনে ভোটার তিন লাখ ২১ হাজার ২৭৫ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি। শুক্রবার রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম পাঠানো হয়েছে। ভোটকেন্দ্রের ঝুঁকি বিবেচনায় পুলিশ ও আনসারের ১৪ থেকে ১৬ জন মোতায়েন করা হয়েছে। নির্বাচনি এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রয়েছে র‌্যাবের টহল টিম। ঢাকা-১০ আসনের ভোটার

তবে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ভোট শুরুর পর প্রথম ২৫ মিনিটে তিনজন ভোট দিয়েছেন লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। প্রথম ভোটার আসেন ৯টা ১০ মিনিটে। ভোট প্রদান শেষে ভোটার অভয় ঘোষ জানান, ভোট দিতে পেরেছেন, কিন্তু হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করতে দেওয়া হয়নি। ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন এর আগে কেউ ভোট দেননি। তাই পরিষ্কার করতে হবে না। গ্লাভস পরে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও

অভয় ঘোষ বলেন, ‘আমি নিজেই সঙ্গে করে স্যানিটাইজার নিয়ে এসেছি। সেটা দিয়ে ভোট দিয়ে হাত পরিষ্কার করেছি।’

ছবি: নাসিরুল ইসলাম।

  

/আরজে/এফএস/
সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া