X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ চলছে: পলক

নাটোর প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৮:১২আপডেট : ২৫ জুন ২০২০, ১৮:১৭

ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ চলছে: পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান বিশ্ব আতঙ্ক, করোনা সংক্রমণ পরিস্থিতি-উত্তর সময়ে বিশ্বে কর্মসংস্থানের প্রেক্ষাপট বদলে যাবে। তখন কর্মসংস্থান হবে প্রযুক্তি নির্ভর। সে সময় বিশ্ব ও দেশের চাহিদা বিবেচনায় রেখে কাজ করছে আইসিটি বিভাগ। এরই অংশ হিসেবে দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপযোগী করে তোলার কাজ চলছে। এ পরিকল্পনার অংশ হিসেবেই ভার্চুয়াল ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিমিডিয়া ইনোভেশন স্থাপনে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ডিও এবং গাছের চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক এসময় আরও বলেন, আগে থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়কে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়েছে সরকার। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে করোনা-উত্তর সময়ে উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান করোনাকালীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপরেও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখেতে সংসদ টেলিভিশনের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ হাজার ৬২১টি ক্লাস নেওয়া হয়েছে। এর সুফল পাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, ইতোমধ্যে উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানেও চালু হয়েছে ডিজিটাল ক্লাস।

এর বাইরেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৪০ লাখ শিক্ষার্থীর জন্যে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে-যার মাধ্যমে পাঠগ্রহণ ছাড়াও শিক্ষার্থীরা থিসিস পেপার জমা দেওয়ার মতো কাজ করতে পারবেন। আর ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের সুফল পাওয়া শুরু হলে দেশের শিক্ষাব্যাবস্থা সমসাময়িক বিশ্বমানের হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন প্রতিমন্ত্রী।

করোনা-উত্তর সময়ে নিজেকে খাপ খাওয়ানোর জন্য বর্তমান সময়কে কাজে লাগিয়ে প্রযুক্তি ও দক্ষতা অর্জনের জন্যে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ।

 উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শিখা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল আমিন সরকার ও উপজেলা বন কর্মকর্তা সত্যোন্দ্র নাথ।

প্রতিমন্ত্রী ৩৫০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ, ৩০০ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি, ৪০ জনকে বাইসাইকেল, ৫০ জনকে খেলাধুলার উপকরণ এবং ১০ হাজার গাছের চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রদান করেন। এছাড়া তিনি ৫০টি ধর্মীয় প্রতিষ্ঠানে ডিও বিতরণ করেন।

 

 

/টিটি/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
নাটোরে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি