X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
সরকারি ওষুধ চোরচক্রের বিরুদ্ধে অভিযান

লালমনিরহাটে টাউন ফার্মেসির মালিক গ্রেফতার (ভিডিও)

লালমনিরহাট প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২১:১২আপডেট : ২৫ জুন ২০২০, ২২:০৮

লালমনিরহাটে টাউন ফার্মেসিতে সরকারি ওষুধের খোঁজে চলছে পুলিশি অভিযান। বাম পাশে মেরুন রঙের শার্ট পরিহিত ফার্মেসি মালিক শরাফত হোসেন।

লালমনিরহাটে ‘সরকারি ওষুধ চোরচক্রের’ বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে শহরের বিডিআরগেট পুরানবাজার এলাকার টাউন ফার্মেসিতে অভিযান চালায় পুলিশ। সেখানে সরকারি ওষুধ পাওয়ায় ওই ফার্মেসি মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শরাফত হোসেন (৪০)।

গ্রেফতার শরাফত হোসেন লালমনিরহাট পৌর এলাকার ওয়ারলেস কলোনির মৃত শমসের আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়া ওষুধ চোরচক্রের অন্যতম আসামি আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট শহরের টাউন ফার্মেসির মালিক শরাফত আলীকে সরকারি ওষুধসহ তার দোকান থেকে গ্রেফতার করা হয়েছে। ওই দোকানে ৬ প্রকার সরকারি ওষুধ পাওয়া গেছে।

লালমনিরহাটে টাউন ফার্মেসি থেকে পাওয়া সরকারি ওষুধ জব্দ করা হচ্ছে। (ছবি: মোয়াজ্জেম হোসেন।)

তিনি আরও বলেন, অপর আসামিদের গ্রেফতারের জন্য লালমনিরহাট সিভিল সার্জনের অনুমতির জন্য লিখিত চিঠি পাঠানো হয়েছে। অনুমতি পেলে ওই তিন সরকারি কর্মচারীকেও গ্রেফতার করা হবে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এখনও পুলিশি গ্রেফতারের অনুমতির চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিভিল সার্জনের তদন্ত কমিটিএদিকে,  সরকারি ওষুধ উদ্ধার ও পুলিশের করা মামলার ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সিভিল সার্জন বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিভিল সার্জন নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট টাউন ফার্মেসিতে সরকারি ওষুধ পাওয়ায় এর মালিক শরাফত হোসেনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

গত মঙ্গলবার (২৩ জুন) ড্রাইভারপাড়া এলাকায় রেলওয়ের একটি ভাড়া বাসা থেকে ২৬ প্রকারের বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ ১৭৫টি  'ডিজিটাল বডি ইলেক্ট্রনিক স্কেল' মেশিন উদ্ধার করে পুলিশ। এরমধ্যে জব্দ করা ওষুধের মূল্য নিরূপিত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৪০৬ টাকা ও জব্দ করা ডিজিটাল স্কেলের মূল্য ধরা হয়েছে ২ লাখ ৬২ হাজার টাকা। ওই ঘটনায় বাড়িরবাসিন্দা মো. আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে আটক করে পুলিশ। এর পরদিন পুলিশ বাদী হয়ে জেলার ৩টি সরকারি হাসপাতালের তিনজন স্টোর কিপারসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার অপর আসামিরা হচ্ছেন গ্রেফতার রেজার ভাই হামিদুর রহমান দুলু, সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেন ওরফে মুরাদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার জাকারিয়া ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার মাহবুব আলম।

আগের সংবাদ:



লালমনিরহাটে সরকারি ওষুধ চোরচক্রের ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার দম্পতি কারাগারে

লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পত্তি আটক

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে