X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ১৯:২১আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৯:২৪

সুন্দরবনে মারা যাওয়া রয়েল বেঙ্গল টাইগার



সুন্দরবনের আন্ধারমানিক ক্যাম্প এলাকায় মারা গেছে একটি মাদি বাঘ (রয়্যাল বেঙ্গল টাইগার)। গত শুক্রবার বিপন্নপ্রায় প্রাণীটির মৃত্যু হয়। সংবাদ পেয়ে বনবিভাগের লোকজন শনিবার সেখানে যায় এবং বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্তে জানা গেছে, বাঘটির বাম পায়ের গোড়ালিতে ক্ষত থাকায় শিকার করতে না পেরে ক্ষুধায় প্রাণীটির মৃত্যু হয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন মঙ্গলবার সকালে  বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন ও সুন্দরবনের উপকূল থেকে এক কিলোমিটার গভীরে আন্দারমানিক ক্যাম্পটির অবস্থান।

তিনি জানান, গত পুরো সপ্তাহ ধরেই আন্ধারমানিক ক্যাম্প কর্মীরা বাঘটিকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে। এ অবস্থায় বনকর্মীরা সেখানে সতর্ক অবস্থানে ছিল। বাঘটির ওপর নজরদারি করাসহ নিজেরাও নিরাপদ থাকতে তৎপর ছিল। শুক্রবার বাঘটির মৃত্যুর পর খুলনা থেকে ভেটেরনারি সার্জনসহ একটি টিম নিয়ে তিনি শনিবার সেখানে যান এবং মৃত বাঘটিকে পর্যবেক্ষণ ও ময়নাতদন্ত করেন। এসময় বাঘের বাম পায়ের গোড়ালিতে একটি ক্ষতচিহ্ন পান তারা। চিকিৎসকরা বলেছেন, এ ক্ষতের কারণে বাঘটি শিকার করতে পারছিল না।

একইসঙ্গে ফরেনসিক প্রতিবেদনের জন্য মৃত বাঘের নমুনা সংগ্রহ ও চামড়া ছাড়ানো হয়। এরপর বাঘটির দেহকে ওই ক্যাম্পের পাশেই মাটিচাপা দেওয়া হয়। 

ভেটেরনারি সার্জন জানিয়েছেন, মূলত পায়ের ক্ষতের কারণে শিকার করতে না পেরে খেতে না পেয়ে দুর্বল হয়ে গিয়েছিল বাঘটি। একারণেই ধীরে ধীরে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন আরও বলেন, ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর বাঘটির মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। তিনি জানান, মৃত বাঘটির বয়স ছিল ১৪ বছর। এটি ছিল পূর্ণ বয়স্ক মাদি বাঘ। এর দৈর্ঘ্য ছিল ৭ ফুট ও উচ্চতা ৩ ফুট।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ