X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

কারিগর হতে প্রতিমা ভাঙচুর!

গাজীপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ২৩:১৩আপডেট : ২২ আগস্ট ২০২০, ০০:৪৩

গাজীপুর
গাজীপুরে দুটি লক্ষ্মী মন্দিরের ছয়টি প্রতিমার মাথা ও পা ভেঙে পালিয়ে যাওয়ার সময় দুই স্কুলছাত্রীসহ তিন ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তিন জন জানিয়েছে, প্রতিমা তৈরির কারিগর হতে তারা এ ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলা সদরের চান্দেরবাগ এলাকার খোকন চন্দ্র দাসের ছেলে পার্থ প্রতীম দাস (১৮) ও মেয়ে করবী দাস মিতা (১৫) এবং তাদের মামাতো বোন গাজীপুর সদর উপজেলার চিলনী এলাকার রহিত মজুমদারের মেয়ে পূজা মজুমদার (১৪)।

এদের মধ্যে করবী স্থানীয় এক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এবং পূজা ৭ম শ্রেণির ছাত্রী। পার্থ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসিন্দা।

গাজীপুর সদর উপজেলার চিলনী-রেওলা শ্রী শ্রী লক্ষ্মীমাতা মন্দিরের সভাপতি লক্ষণ চন্দ্র দাস ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে চিলনী এলাকার চিলনী-রেওলা শ্রী শ্রী লক্ষ্মীমাতা মন্দিরে কয়েকজন দুর্বৃত্ত হানা দেয়। তারা মন্দিরের লক্ষ্মী, জয়া, বিজয়া ও রাধাসহ পাঁচটি প্রতিমার মাথা ও ৮টি পা ভেঙে নিয়ে যায়। এ সময় তারা পাশের শ্রী শ্রী লক্ষ্মীমাতা মন্দিরেও হানা দিয়ে লক্ষ্মীর মাথাও ভেঙে নিয়ে যায়। সকালে স্থানীয়রা এ ঘটনা জানতে পারে।

জয়দেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আফজাল হোসাইন জানান, সকালে প্রতিমার ছয়টি মাথা ও আটটি পা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় দড়ি বলধা এলাকায় টহল পুলিশের হাতে তিন জন ধরা পড়ে। এ সময় তাদের ব্যাগ থেকে প্রতিমার মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিকালে লক্ষণ চন্দ্র দাস বাদী হয়ে আটকদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। প্রতিমা তৈরির কারিগর হওয়ার জন্য তারা মাথা ও পায়ের ‘ডাইস’ সংগ্রহের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আটক তিন জন জানিয়েছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে আটক ৫৯
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
লিটনের কাছে ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ নয়, ফলই আসল
লিটনের কাছে ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ নয়, ফলই আসল
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র