X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রেমের টানে আসা ভারতীয় তরুণী অনুপ্রবেশের দায়ে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬

আটক ভারতীয় তরুণী মঞ্জুরা বেগম পাঁচ বছর আগে মামলার আসামি হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের আসামে গিয়েছিলেন আব্দুস সাত্তার (২৭) এক যুবক। সেখানে তার সঙ্গে পরিচয় হয় মঞ্জুরা বেগম (২০) নামে এক তরুণীর। একপর্যায়ে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে সাত্তার দেশে ফিরে আসার পর মোবাইল ফোন, ইমো ও ফেসবুক মেসেঞ্জারে এগিয়ে চলে তাদের সম্পর্ক। এভাবে দীর্ঘ পাঁচ বছর সম্পর্ক চলার পর প্রেমের টানে মঞ্জুরা বেগম ছুটে এসেছেন বাংলাদেশের সুনামগঞ্জে। আসার পর প্রবাসে থাকা সাত্তারের সঙ্গে ফোনে বিয়ে হয় তার। কিন্তু এদিকে দেখা দেয় আরেক বিপত্তি। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঞ্জুরা বেগম ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপারপাথার গ্রামের মুগুর আলির মেয়ে।  

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার পাঁচ বছর আগে তার এক বন্ধুর প্রেমে সহযোগিতা করায় মামলার আসামি হন। মামলায় তার বন্ধু জেল খাটেন আর তিনি পালিয়ে চলে যান। ভারতের আসামে প্রায় বছর খানেক বসবাস করায় মঞ্জুরা বেগমের সঙ্গে তার সম্পর্ক গড়ে। বছর খানেক পরে সাত্তার চলে আসে বাংলাদেশে। দেশে আসার পর সে বাহরাইনে চলে যায়। সেখানে প্রায় তিন বছর যাবৎ সে আছে। এরমধ্যে দুজনের সম্পর্ক চলতে থাকে। সম্প্রতি মঞ্জুরার কয়েক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। বিষয়টি মঞ্জুরা সাত্তারকে জানান। সাত্তার মঞ্জুরাকে তার বাড়িতে বাংলাদেশে আসার ঠিকানা দেন। সেই অনুযায়ী গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন ওই ভারতীয় তরুণী। সাত্তারের ছোট ভাই  ইমরান বর্ডার থেকে রিসিভ করে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে মঞ্জুরার সম্মতিতে মোবাইল ফোন মারফত বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

কিন্তু এর মাঝে আসে আরেক বাধা। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার দায়ে বুধবার দুপুরে খবর পেয়ে বিজিবি আটক করে মঞ্জুরাকে। বিজিবি তাকে বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া দেশে প্রবেশ করার কারণে দোয়ারা থানায় একটি মামলা দিয়ে বুধবার রাতে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি একটি মামলা দায়ের করেছে। মামলা অনুযায়ী তাকে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে কোর্টে সোপর্দ করা হবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!