X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

৩৮ হাজার পিস ইয়াবাসহ আটক দুই, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০২

চট্টগ্রামে ট্রাক আটকে উদ্ধার করা ইয়াবা

কক্সবাজার থেকে ট্রাকযোগে ইয়াবা নিয়ে আসার সময় ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে তাদের দুই ব্যক্তিকে আটকের পর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ইয়াবা পরিবহনের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

আটক দুইজন হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসুদিয়া গ্রামের মৃত আকরাম আলী খানের ছেলে মো. হাবিবুর রহমান (৬৩) ও কক্সবাজার রামু থানার করলিয়ামুরা গ্রামের আব্দুর রহিমের ছেলে আরিফ উল্লাহ (১৯)। তারা দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ট্রাক থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিংয়ে অবস্থিত হোটেল জামাল শাহ’র সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে এটিকে আটক করে এবং ট্রাকের চালক ও সহযোগী হাবিবুর রহমান ও আরিফ উল্লাহকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে চালকের সহযোগীর সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই মাদক ব্যবসায়ী জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নানারকম অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে। মাদক বিক্রির ঘটনায় হাবিবুর রহমানের নামে এর আগেও মামলা হয়েছে। তার বিরুদ্ধে ফেনী জেলার মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু