X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ধর্ষণ মামলায় তিতুমীর কলেজ শিক্ষার্থী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৭:১৩আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৮:৫৭

 বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় তিতুমীর কলেজের শিক্ষার্থী সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সাজ্জাদ উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে এবং অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। 
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। দুপুরে সাজ্জাদকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান। এ ঘটনায় সোমবার রাতে নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে সাজ্জাদকে আসামি করে মামলা দায়ের করেন।   

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুব আলম খান জানান, কলেজছাত্রীর বাবা মারা যাওয়ার পরে আর্থিক অনটনের কারণে তার মা বন্দরে ঝাড়ুদারের কাজ নেন। সেই কারণে ওই বন্দরে একটি ঘর ভাড়া নিয়ে দুই মেয়েসহ বসবাস করে আসছিলেন তিনি। তার মেয়ে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। গত ৫/৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সাজ্জাদ গাজীর সঙ্গে তার মেয়ের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে সাজ্জাদ বিভিন্ন সময় বাড়ি আসলে তার মেয়েকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে। সোমবার সন্ধ্যায় ঘরে ফিরে বাদী মেয়েকে ধর্ষণ করতে দেখে ফেলেন। এরপর তার ডাক চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে সাজ্জাদ পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে সাজ্জাদকে আসামি করে মামলা দায়ের করেন।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিতুমীর কলেজ শিক্ষার্থীর দাবি সে ধর্ষণবিরোধী আন্দোলনের কর্মী। ধর্ষণের মতো ঘটনায় সে সম্পৃক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে নির্যাতনের শিকার তরুণীকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত শিক্ষার্থী সাজ্জাদকে আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ
নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
‘পালানোর’ অভিযোগে ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
‘পালানোর’ অভিযোগে ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট