X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী ১ মার্চ থেকে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হচ্ছে। ওই দিন প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ মেলা উপলক্ষে বুধবার বিকালে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান।

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জানান, আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। করোনা পরিস্থিতির কারণে এবছর মেলা দেড় মাস পোছানো হয়।

তিনি আরও জানান, মাসব্যাপী উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলেমেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা, পুতুল নাচ, বিভিন্ন কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলাকালীন সময়ে ওই এলাকার যানজট, আাইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্য তালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়া মেলা  ৩০ মার্চ পর্যন্ত চলবে।

ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়  ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও  জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,  সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁও থানা টুরিস্ট পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।

সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, মাজহারুল ইসলাম, মনিরুজ্জামান মনির, গাজী মোবারক প্রমুখ ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে: বদিউল আলম মজুমদার
প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে: বদিউল আলম মজুমদার
‘যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার’
‘যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার’
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
মহাপ্রলয়ের গুজবে কর্ণপাত না করার অনুরোধ জাপান সরকারের
মহাপ্রলয়ের গুজবে কর্ণপাত না করার অনুরোধ জাপান সরকারের
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম