X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় দুই মামলা

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২১, ১৩:৩৪আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৩:৩৪

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টে পুলিশের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বাঁশখালী থানায় দুটি মামলা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাতে মামলা দুটি করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর। এর মধ্যে একটি মামলা পুলিশ বাদী হয়ে, অন্যটি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, এসএস পাওয়ার প্ল্যান্টে সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশের দায়িত্ব পালনে বাধা ও হামলার অভিযোগে করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়। অন্য মামলাটি করেছেন এসএস পাওয়া প্ল্যান্টের চিফ কোর্ডিনেটর ফারুক আহমেদ। লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগে করা ওই মামলায় ২২ জনের নাম উল্লেখ পূর্বক আজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় শনিবার গতকাল থেকে এসএস পাওয়ার প্ল্যান্ট বন্ধ রয়েছে। চীনা নাগরিকরা নিরাপদে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এর আগে শনিবার  সকালে ১০ দফা দাবিতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত হন। এতে আরও অন্তত ২৫জন আহত হন। আহতদের মধ্যে ৩ পুলিশ সদস্যও রয়েছে। তারা শ্রমিকদের ছোড়া ইট পাথরের আঘাতে আহত হন।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি এবং জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসনের কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে এবং পুলিশের তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি নিহত ও আহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।  

আরও পড়ুন

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক সংঘর্ষ, নিহত ৫

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
ভোটকেন্দ্র থেকে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে এশিয়াটিক মাইন্ডশেয়ার ও উইন্ডমিলের চুক্তি
স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে এশিয়াটিক মাইন্ডশেয়ার ও উইন্ডমিলের চুক্তি
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা