X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতী উপজেলা শহর ও নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর প্রতিনিধি
৩০ জুন ২০২১, ২২:৩২আপডেট : ৩০ জুন ২০২১, ২২:৩২

তিন দিন ধরে অব্যাহত ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানিতে বুধবার (৩০ জুন) ভোরের দিকে উপজেলার রামেরকুড়া এলাকায় মহারশী নদীর বাঁধ তলিয়ে যায়। এতে উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দফতর, ঝিনাইগাতী বাজার ও অর্ধশতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া হাতিবান্দা ইউনিয়নের আরও পাঁচ গ্রামে ঢলের পানি প্রবেশ করেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে ঝিনাইগাতীতে প্রবল বর্ষণ হচ্ছে। সেই সঙ্গে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে মহারশি নদীর রামেরকুড়া, দীঘিরপাড় ও খৈলকুড়া এলাকার বেড়িবাঁধ উপচে পড়ে ঝিনাইগাতী সদর বাজারে প্রবেশ করে। এতে ওই বাজারসহ উপজেলা পরিষদ ভবন, ডাকঘর, সাবরেজিস্ট্রার কার্যালয়, নলকুড়া ভূমি কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ সরকারি কর্মকর্তাদের বাসভবনের চারপাশের এলাকা প্লাবিত হয়। বাজারের অধিকাংশ দোকান ও বাড়িঘরে পানি প্রবেশ করে মালামালের ক্ষতি হয়েছে। এছাড়া সদর ইউনিয়নের রামেরকুড়া, খৈলকুড়া, রামনগর, দিঘীড়পাড়, চতল, আহাম্মদনগরসহ ১০টি ও হাতিবান্দা ইউনিয়নের কামারপাড়া, বৈলতেল, কবিরাজপাড়াসহ পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্তত ৩০টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।

. ঝিনাইগাতী বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. শুকুর আলী জানান, তার দোকানে ঢলের পানি প্রবেশ করেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে। রামনগর গ্রামের আসাদুজ্জামান জানান, ঢলের পানিতে তার সাত একর জমির পুকুর তলিয়ে গেছে। এতে তার ১০-১২ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, ‘ঝিনাইগাতী সদর বাজারের মসজিদ রোডসহ বাজারের একাংশ হাঁটু পানিতে তলিয়ে গেছে। বাজারের অধিকাংশ দোকানপাটে পানি প্রবেশ করেছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। প্রতি বছরই এভাবে বর্ষাকালে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়।’ তিনি দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।

হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলী আকবর বলেন, ‘আমার ইউনিয়নের অনন্ত পাঁচটি গ্রামে ঢলের পানি প্রবেশ করেছে। আমন ধানের বীজতলা, সবজি ও বেশ কিছু পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন বলেন, ‘ঢলের পানিতে বেশ কিছু এলাকার পুকুর প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘পাহাড়ি ঢলের পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। এতে প্রায় ২৫ হেক্টর জমির বীজতলা পানিতে নিমজ্জিত আছে। বৃষ্টি না হলে রাতের মধ্যে পানি নেমে যাবে। আশা করছি ফসলের কোনও ক্ষতি হবে না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, ‘অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে মহারশী নদীর বাঁধের কিছু অংশ তলিয়ে পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলা শহরসহ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে ঢলে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বৃষ্টি না হলে আশা করছি রাতের মধ্যে এ পানি নেমে যাবে।।’

/এমএএ/
সম্পর্কিত
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট