X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফেসবুকে পোস্ট দিয়ে সংবাদকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ২৩:৩১আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:৫৫

ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগে মো. আকতারুজ্জামান (২৪) নামে এক সংবাদকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রবিবার (১৮ জুলাই) ভোরে তাকে বগুড়া সদরের সাবগ্রাম আকাশতারা এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামিমা আকতার তার বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন। বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাটি সাইবার পুলিশ তদন্ত করছে। 

মো. আকতারুজ্জামান দৈনিক বাণিজ্য প্রতিদিনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

এজাহার সূত্র ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার পুলিশের এসআই শওকত আলম জানান, আকতারুজ্জামান বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের আকাশতারা গ্রামের বাসিন্দা ও বগুড়া ডায়াগনোস্টিক সেন্টারের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের ছেলে। আকতারুজ্জামান কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য স্বেচ্ছাসেবী। তিনি ফেসবুকে ‘আলতাব আহমেদ’ ও ‘এমএইচভির কণ্ঠস্বর’ নামে দুটি ফেক আইডি খোলেন। ১৭ জুলাই রাতে মামলার বাদী দেখতে পান ওই দুটি আইডিতে আসামি ‘বগুড়ায় স্বাস্থ্য স্বেচ্ছাসেবীদের সম্মানি প্রদানে হরিলুট! নেপথ্যে গরিবের ডাক্তার সামির হোসেন মিশু’ শিরোনামে পোস্ট দেন। এছাড়া সেখানে ডা. মিশু, কর্মচারী সোহেল রানা, খাদেমুল ইসলাম, সুরাইয়া আকতারের ছবিসহ তাদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য শেয়ার দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এসব তথ্য বগুড়াসহ দেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়। এতে সম্মান ক্ষুণ্ন হওয়াসহ নানা অভিযোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামিমা আকতার তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

বগুড়া সাইবার পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গ্রেফতার আসামি মো. আকতারুজ্জামান কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য স্বেচ্ছাসেবী হলেও তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাণিজ্য প্রতিদিনের বগুড়া জেলা প্রতিনিধি। এছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সম্মান ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

এ বিষয়ে দৈনিক বাণিজ্য প্রতিদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আকতারুজ্জামানকে নিজেদের প্রতিনিধি বলে নিশ্চিত করেছে। পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। 

 

 

/এমএএ/
সম্পর্কিত
করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন, চট্টগ্রামে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
জাল তালাকনামা দাখিলে বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের