X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আবাসিক হোটেলে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ, স্বামী আটক

বাগেরহাট প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৬:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬:১৫

বাগেরহাটে একটি আবাসিক হোটেল থেকে নাজমা ওরফে নাসিমা (৩৩) নামের গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের রাহাতের মোড় এলাকার হোটেল বিলাশের ২নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, নাসিমার স্বামী রবিউল ইসলাম রুবেলকে (২৪) পুলিশ আটক করেছে।

নাসিমা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনি দক্ষিণপাড়া গ্রামের ওয়ালিদ মিয়ার মেয়ে। রুবেল একই উপজেলার চতুরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বাগেরহাট মডেল থানার এসআই দেলোয়ার হোসেন পিপিএম জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে দরজা ভেঙে নাসিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ওই হোটেল থেকে তার স্বামী রুবেলকে আটক করা হয়েছে।

গ্রেফতার রুবেলের বরাত দিয়ে তিনি জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে ২০১৫ সালে বয়সে বিধবা নাসিমার সঙ্গে রুবেলের বিয়ে হয়। এরপর সংসারে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে রুবেলের বিরুদ্ধে মামলা করেন নাসিমা। ২০১৮ সালে রুবেল দ্বিতীয় বিয়ে করেন। ২০১৮ সাল থেকে আবার তারা মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন। এরপর তারা বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী হিসেবে থেকেছেন। শুক্রবার তারা এই হোটেলে ওঠেন। শনিবার সকালে নাস্তা আনার জন্য রুবেল বাইরে যান। ফিরে এসে রুমের দরজা বন্ধ পান। কিছু সময় অপেক্ষা করার পর বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান রুবেল। কর্তৃপক্ষ কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।

বিলাশ হোটেলের ম্যনেজার হুমায়ুন কবির জানান, এই দম্পতি এর আগেও তাদের হোটেলে দু বার এসে থেকেছেন। শুক্রবার তারা এসে হোটেলের ২নং কক্ষে ওঠেন।

ওসি জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত নারীর স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে মামলা করবেন।

/এমএএ/
সম্পর্কিত
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা, বিক্ষোভের পর কারখানা বন্ধ ঘোষণা ‎
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!