X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

মাদারীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ১০:১৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:২১

মাদারীপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তৌহিদুল ইসলাম লিংকন (৩০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লিংকন মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। কয়েক বছর ধরে পরিবারসহ মাদারীপুর পৌর শহরের বাগেরপাড় এলাকায় বাস করতেন।

এ ঘটনায় আহত রানা (৩০) ও মুবিনকে (১৪) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি মাদারীপুর সদরে।

জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে মোটরসাইকেলে মাদারীপুর শহরে ফিরছিলেন লিংকন ও তার দুই বন্ধু। পথে খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লিংকন ও তার বন্ধুরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। লিংকনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, লিংকনের মতো ছাত্রনেতা মাদারীপুরে আর হবে না। ইটেরপুল মিলগেট জামে মসজিদ মাঠে বাদ জোহর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেছেন, দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। যে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। লিংকনের পরিবার চাইলে মামলা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে কিশোর নিহত: দুজন রিমান্ডে
রাইসি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন: জিএম কাদের
নির্বাচনের একদিন আগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিসাইডিং অফিসার আহত
খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, প্রিসাইডিং অফিসার আহত
‘সংখ্যালঘুর অধিকার রক্ষায় সরকারের কর্মসূচি পর্যাপ্ত নয়’
‘সংখ্যালঘুর অধিকার রক্ষায় সরকারের কর্মসূচি পর্যাপ্ত নয়’
‘বিএনপি ও নামি বুদ্ধিজীবীদের মিথ্যাচারে ভোটার উপস্থিতি কম’
‘বিএনপি ও নামি বুদ্ধিজীবীদের মিথ্যাচারে ভোটার উপস্থিতি কম’
ঢাকার জনপ্রিয় এই ৫ চা খেয়েছেন?
আন্তর্জাতিক চা দিবসঢাকার জনপ্রিয় এই ৫ চা খেয়েছেন?
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা
কাঁচা আম খেলে মিলবে এই ১০ উপকারিতা