X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পশুর নদীতে আবারও কয়লাবোঝাই জাহাজডুবি

মোংলা প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ২২:৩৯আপডেট : ০৪ মার্চ ২০২২, ২২:৪২

বাগেরহাটের মোংলার পশুর নদীতে কয়লাবোঝাই ‘এমভি নাওমী’ নামে একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১১টায় বন্দরের ছয়শ’ টন কয়লাসহ জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় দুই নিরাপত্তা কর্মীসহ জাহাজের আট নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাত হোসেন শুক্রবার (৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লাইটার জাহাজ দুর্ঘটনায় শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন, পশুর নদীর মূল নৌ চ্যানেলের বাইরে এ ঘটনা ঘটে। পুরোপুরি ঝুঁকিমুক্ত রয়েছে বন্দরের পশুর চ্যানেল। আগামী তিন দিনের মধ্যে ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে কয়লা অপসারণ এবং ১৫ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত জাহাজের মাস্টার আজিজুল হক বলেন, মোংলা বন্দরের হাড়বারিয়া ৫ নম্বর বয়ায় অবস্থান করা বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘সিএমভি জর্দান’ থেকে বৃহস্পতিবার ‘এমভি নওমী’ ৬০০ টন কয়লা বোঝাই করে। এরপর চার নম্বর বয়ার কাছাকাছি আসলে ডুবন্ত রেকের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকে ডুবতে থাকে। এ সময় অন্য লাইটার জাহাজের সহায়তায় দুই নিরাপত্তা কর্মীসহ আট নাবিক তীরে ওঠেন। পরে তারা বন্দর কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর জানান। এ ঘটনায় আজ সন্ধ্যায় মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ নভেম্বর পশুর নদীতে কয়লা নিয়ে ডুবে যায় ‘এমভি ফারদিন-১’ নামে একটি লাইটার জাহাজ। তবে জাহাজটি উত্তোলন করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

/এসএইচ/
সম্পর্কিত
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধজাহাজ
দুবাই থেকে বিমানে দেশে ফিরবেন ‘এমভি আবদুল্লাহ’র দুই নাবিক
বহুমাত্রিক চাপের কারণে নাবিকদের ছাড়তে বাধ্য হয় জলদস্যুরা: নৌ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি