X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

গমের দাম কেজিতে ৩ টাকা কমেছে

হিলি প্রতিনিধি
২৪ মে ২০২২, ১০:২৬আপডেট : ২৪ মে ২০২২, ১১:০৯

নতুন করে গম রফতানি বন্ধ রাখলেও আগের (১২ মে পর্যন্ত) এলসির বিপরীতে রফতানির সিন্ধান্ত নিয়েছে ভারত। সোমবার রাতে ভারত সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই অনুমতি দিয়েছে বলে ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়েছেন। এসব এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে বুধবার বা বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে গম আমদানি হতে পারে। 

এদিকে চাহিদা না থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে গমের দাম কমেছে কেজিতে তিন টাকা। কয়েকদিন আগে গমের দাম ৪১ থেকে ৪২ টাকায় উঠলেও বর্তমানে তা কমে ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিভিন্ন ফ্লাওয়ার মিলে গম সরবরাহকারী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত গম রফতানি বন্ধ করে দেওয়ায় গমের দাম ৩৪ টাকা ৫০ পয়সা থেকে কয়েকদিনের ব্যবধানে ৪১ থেকে ৪২ টাকায় উঠে গিয়েছিল। এতে বিভিন্ন স্থানের ফ্লাওয়ার মিলগুলো গম কেনা নিয়ে চিন্তায় পড়ে যায়। তারপরেও বাড়তি দাম দিয়ে মিলাররা কিছু গম কিনেছিলেন। কিন্তু বর্তমানে তাদের মিলে পর্যাপ্ত গমের মজুত রয়েছে। এ কারণে কেউ এখন আর গম কিনতে চাইছেন না, বাজার পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যেই গমের দাম কমতে শুরু করেছে। এর উপর নতুন করে গম আমদানি শুরু হলে দাম আরও কমতে পারে।’

হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, ‘নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত ১৩ মে শুক্রবার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এতে শনিবার সকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে ১২ তারিখ পর্যন্ত হওয়া পুরনো এলসির গম রফতানির আশ্বাস দিয়ে পূর্বের টেন্ডার করা গম রফতানি শুরু করে। এরপর পূর্বের টেন্ডার করা গম রফতানি আবারও কয়েক দফা বন্ধ ও চালু করে ভারত। তবে সে সময় ১২ তারিখ পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে কোনও সিন্ধান্ত দেয়নি তারা। সোমবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ তারিখ পর্যন্ত হওয়া এলসির গম ভারত সরকার রফতানির অনুমতি দিয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারত সরকারের হঠাৎ করে গম রফতানি বন্ধ করে দেওয়ার প্রভাব পড়ে গমের বাজারে। সেই সঙ্গে বেড়েছে ডলারের মূল্য। এর প্রভাবে বাজারে গমের দাম বৃদ্ধি পায়। তবে আমদানি বন্ধ থাকলেও ক্রেতা না থাকায় গম নিয়ে বিপাকে পড়তে হচ্ছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আগে বন্দর দিয়ে ৫০-৬০ ট্রাক করে গম আমদানি হলেও বর্তমানে তা কমেছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র দুটি ট্রাকে ৭৪ টন গম আমদানি হয়। শনিবার, রবিবার ও সোমবার বন্দর দিয়ে ভারত থেকে কোনও গম আমদানি হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস: রফতানি-কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে রেকর্ড
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল