X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘হাইটেক পার্কে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে’

বরিশাল প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৭:০২আপডেট : ১৬ জুন ২০২২, ১৭:০২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাইটেক পার্কে হাজারো মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি দেশের আর্থ-সামাজিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে।’

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টায় বরিশাল নগরীর নথুল্লাবাদে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে সেখানে তিনটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে তাদের জন্য গতানুগতিক পেশার পরিবর্তে অনলাইনে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শিল্পকলা ‍একাডেমিতে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত ‍আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে ‍আত্মদানকারী শহীদদের স্মরণে ‍এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই বঙ্গবন্ধুর ‍আদর্শ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও ছিলেন– বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (গ্রেড-১) ব্যবস্থাপনা পরিচালক বিকর্ন কুমার ঘোষ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক মোস্তফা কামাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম, হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের জেলা পর্যায়ের পরিচালক ফজলুল হক, বরিশাল জেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ‍ইউনুস ও ‍উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

প্রসঙ্গত, ভারতের দেওয়া সহজ শর্তে অর্থায়নে দেশের ১২ জেলায় ১২টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের অংশ হিসেবে বরিশালে এর কাজ শুরু হলো।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
ডিজিটাইজেশন বাংলাদেশের অগ্রগতির লাইফলাইন: পলক
রাঙামাটিতে ১০০ কোটি টাকায় নির্মাণ হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার
টিভি চ্যানেলের বেআইনি ফিড দিলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী