X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আটক ৩

সাভার প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৫:২৭আপডেট : ২৯ জুন ২০২২, ১৫:২৭

সাভারে যাত্রীর ছদ্মবেশে উঠে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবুর রহমান জানান, বুধবার (২৯ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে।

আটক তিন জন হচ্ছে– মানিকগঞ্জের আব্দুল আজিজের ছেলে ফিরোজ ইসলাম বিজয় (৩০),  হাবিবুর শেখের ছেলে হৃদয় (২৫) এবং নাটোরের আব্দুল লতিফের ছেলে মাহমুদ খলিল (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকার গাবতলী থেকে ‘সিংড়া এলিগেন্স’ নামে একটি যাত্রীবাহী বাস নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে সেখান থেকে সাত ডাকাত গাড়িতে ওঠে। বাসটি কালিয়াকৈর এলাকা পার হওয়ার পরেই ডাকাত দলের সদস্যরা চালককে ছুরিকাঘাত করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে বাসের হেলপারসহ বেশ কয়েকজন যাত্রীকে পিটিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

ডাকাতরা বাসটি টাঙ্গাইল থেকে ঘুরিয়ে সাভারের সি অ্যান্ডবি এলাকায় নিয়ে এসে থামায়। সে সময় বাসের ভেতরে থেকে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় নামতে দেখে সাভার থানার টহল পুলিশ। পরে পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এসআই মজিবুর রহমান বলেন,  ‘ডাকাতির বিষয়টি টের পেয়ে বাস থেকে ডাকাত দলের দুই জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও আশুলিয়া থানা পুলিশ বাসের এক চেকারকে সন্দেহজনকভাবে আটক করেছে।’

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সোমবার দুই ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি