X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফেনী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১১:২১আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:২১

ফেনীর পরশুরাম বাজারে বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর আগে সোমবার রাতে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে একই স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমশাদ বেগম ১৪৪ ধারা জারির বিষয়ে বলেন, ‘যেকোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তা জারি থাকবে।’

স্থানীয়রা জানান, এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলা ছাত্রলীগের নেতারা পরশুরাম বাজারে মহড়া দিয়েছেন। বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ১০টার পর থেকে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান বলে জানান তারা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৯টায় বাজারের স্টেশন রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি আহ্বান করে। ওই কর্মসূচিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টায় স্টেশন রোডে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার,  সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের উপস্থিত থাকার কথা ছিল।’

ওসি জানান, ১৪৪ অব্যাহত আছে। পুলিশ বাজারে টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
সর্বশেষ খবর
জামায়াত-শিবিরকে পাকিস্তানপন্থি বলায় রাশেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জামায়াত-শিবিরকে পাকিস্তানপন্থি বলায় রাশেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ করায় বিএনপি নেতাকে শোকজ
আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ করায় বিএনপি নেতাকে শোকজ
ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ
ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের প্রাথমিক বিজয়: আলী রীয়াজ
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে