X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খামারির ২৫টি গরু মেরে ফেলার হুমকির অভিযোগ

রংপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দুই ভাইয়ের একটি গরুর খামার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। ইতোমধ্যে দুই দফায় খামারে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। সেইসঙ্গে খামারের ২৫টি গরু মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খামারি।

নিশ্চিন্তপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ও দুই খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বছর আগে তিনটি বাছুর দিয়ে গরুর খামার শুরু করেন ওই গ্রামের বাসিন্দা নুর শাহিন ও তার ভাই নুর আলম। বর্তমানে খামারে ১২টি গাভি, ১০টি বাছুর ও তিনটি গরু রয়েছে। সবমিলে গরুগুলোর দাম কোটি টাকার ওপরে। প্রতিটি গাভি ২৫ থেকে ৩০ লিটার দুধ দেয়। করোনা মহামারির সময়ে উদ্যোক্তা তৈরির কার্যক্রমের অংশ হিসেবে দুই খামারি সরকারি সহায়তা পেয়েছেন। পাশাপাশি দুই খামারিকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর।

নুর শাহিন ও নুর আলম জানিয়েছেন, খামার থেকে ৫০০ গজ দূরের কয়েকজন বাসিন্দা অভিযোগ তুলেছেন খামারের বর্জ্য ও পানি এলাকার পরিবেশ দূষিত করছে। এমন অভিযোগে স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল ইসলাম, আবু তাহের, গুলশান, সাকি ও রাজা মিয়া খামারটি বন্ধের ষড়যন্ত্র করছেন। গোবর আর বর্জ্য থেকে নাকি ক্যানসারসহ বিভিন্ন রোগ ছড়ায়—এমন গুজব ছড়িয়ে খামার বন্ধের কথা বলেছেন তারা। আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন তারা। গত এক মাসে দুবার খামারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। খামারের কর্মী চুন্নুকে মারধর করেছেন। এ ঘটনায় গত ২০ জুলাই মিঠাপুকুর থানায় জিডি করেছি। তবে এখন পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

নুর আলম বলেন, ‘খামারটি বন্ধ না করলে সব গরু বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন তারা। এতে আতঙ্কের মধ্যে আছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা রাজা মিয়া বলেন, ‘বাড়ির পাশে খামার দেওয়ায় গোবর ও পচা পানির দুর্গন্ধে বাড়িতে বসবাস করা যায় না। আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। এজন্য খামারটি সরিয়ে নিতে বলেছি। তবে খামারে ভাঙচুর ও গরু মেরে ফেলার হুমকি দিইনি আমরা।’

উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি কর্মকর্তা সাইম মাহমুদ বলেন, ‌‘খামারটির দেখভাল করছে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর। ওই খামারিকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। সে জন্য তাদের কার্যক্রম তদারকি করা হয়। খামার নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। বৃষ্টির কারণে খামারের পানি অন্য এলাকায় যেতে পারে। এটি সাময়িক সমস্যা। এতে কারও ক্ষতি হওয়ার প্রশ্নই আসে না। এ সমস্যা সমাধান করবো আমরা। এছাড়া খামারটি সুরক্ষিত। এটি বন্ধ করে দেওয়ার কথা যারা বলছেন তারা ভুল করছেন।’

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‌‘খামারির করা জিডি তদন্ত করছি আমরা। যারা খামার বন্ধের চেষ্টা করছেন কিংবা গরু মেরে ফেলার হুমকি দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
কাঁঠাল আর কলা দিয়ে চিপস বানিয়ে বিক্রি করছেন তিন বন্ধু
যুক্তরাজ্য সফরে যাবেন বাংলাদেশি নারী উদ্যোক্তারা
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ