বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সফর যাবেন। ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বৈচিত্র্যময় এই দলটি যুক্তরাজ্য সরকারের শিট্রেডস প্রোগ্রামের সহায়তায় দেশটি সফর করবেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, বাংলাদেশের টিএমএসএস আইসিটি ও হ্যান্ডিক্র্যাফটস, সুপারটেল, ওপাস টেকনোলজি, তরঙ্গ বাংলাদেশ, পারিজাত বাংলাদেশ, তানিস বাংলাদেশ ও লেদারিনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্তরাজ্য সফর করবেন।
নারী ব্যবসায়ী দলটি যুক্তরাজ্যের বিনিয়োগকারী, আইনপ্রণেতা এবং করপোরেট নির্বাহীদের সঙ্গে আলোচনা করবে। যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) অধীনে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রসারে সচেষ্ট হবে। বাংলাদেশকে শুল্ক-মুক্ত, কোটা-মুক্ত বাণিজ্য প্রদান করে যুক্তরাজ্য। এরফলে বাংলাদেশি রফতানি পণ্যে বার্ষিক ৩২ কোটি পাউন্ড শুল্ক দিতে হয় না।