X
রবিবার, ২৬ মার্চ ২০২৩
১২ চৈত্র ১৪২৯

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: ফখরুল

গাজীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ০১:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০১:৪৪

তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনও নির্বাচনে যাবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।’

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে– আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কোনোদিনও ক্ষমতায় যেতে পারবে না। এ কারণেই তাদের তত্ত্বাবধায়ক সরকারকে এত ভয়। আওয়ামী লীগ পর পর তিন বার জনগণের ভোট লুট করে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। ইনশাল্লাহ, জনগণের দাবি ও আন্দোলনের মুখে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘যে মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় অন্যরা জামিনে ছাড়া পেয়েছেন। যারা ক্যাসিনো ঘটনায় জড়িত, যারা অর্থ আত্মসাৎকারী ও অর্থ পাচারকারী, যারা ব্যাংক ডাকাতি ও মানুষ খুন করছে তাদেরও জামিন দেওয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। তারা জানে, যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় বা জামিন পান, তাহলে তিনি হ্যামিলনের বংশীবাদক হয়ে উঠবেন। যার বাঁশির সুরে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় বের হয়ে আসবে এবং এ সরকারের পতন ঘটাবে।’

হান্নান শাহ্ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। সভায় বক্তব্য রাখেন প্রধান আলোচক বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিশেষ আলোচক বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি হান্নান শাহর ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিন প্রমুখ।

 

/এমএএ/
দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাবো: মির্জা ফখরুল
সংলাপের চিঠি হলো ভোট চুরির লেটেস্ট কৌশল: মির্জা ফখরুল
ইফতার মাহফিলে বিএনপির কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
হ্যাকাররা টাকা চায়নি, বিমানের সার্ভারে ক্ষতি সামান্য: প্রতিমন্ত্রী
হ্যাকাররা টাকা চায়নি, বিমানের সার্ভারে ক্ষতি সামান্য: প্রতিমন্ত্রী
‘এই পতাকার জন্যই তো আমরা খেলছি’
‘এই পতাকার জন্যই তো আমরা খেলছি’
শতাধিক মোটরসাইকেল চুরি করেছে তারা
শতাধিক মোটরসাইকেল চুরি করেছে তারা
স্বাধীনতা জাদুঘরে কিছুক্ষণ (ফটো স্টোরি)
স্বাধীনতা জাদুঘরে কিছুক্ষণ (ফটো স্টোরি)
সর্বাধিক পঠিত
ফের ভিডিও-বিতর্কে প্রভা, সুবিবেচনার অনুরোধ সংঘের
ফের ভিডিও-বিতর্কে প্রভা, সুবিবেচনার অনুরোধ সংঘের
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
রাজধানীতে আবারও সক্রিয় ‘খড় পার্টি’, টার্গেট নারীরা
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান
পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এরদোয়ান