X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধে হত্যা: ২ ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৩:৪৫আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৩:৪৫

জয়পুরহাটের ক্ষেতলালে জমিজমা নিয়ে বিরোধে এক গৃহবধূকে হত্যার ঘটনায় মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মোমিনের সঙ্গে প্রতিবেশীর জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০০৮ সালের ২ অক্টোবর দিবাগত রাতে মোমিনের স্ত্রী হাসিনা (৩৯)ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টা থেকে ২টার দিকে বাড়ির পাঁচিল টপকে ঘরে প্রবেশ করে প্রতিবেশী আওলাদ ও দুলাল হাসিনাকে গলাটিপে হত্যা করে। এ সময় নিহতের ছোট ছেলে মেহেদী আসামিদের চিনে ফেলে। এ ঘটনায় নিহতের শ্বশুর কেরবান আলী সরদার বাদী হয়ে ২০০৮ সালের ৩ অক্টোবর প্রতিবেশী মৃত আব্দুস সালামের ছেলে জহুরুল হোসেন, দুলাল হোসেন (৫৪), আওলাদ হোসেনের (৪৬) নাম উল্লেখ করে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হানান মিয়া ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে তিন সহোদরের মধ্যে জহুরুল হোসেনের নাম বাদ দিয়ে দুলাল হোসেন ও আওলাদের নামে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্যতে আজ (রবিবার) দুপুরে এই রায় দেন বিচারক।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা জানান, মামলার এ রায়ে তিনি সন্তুষ্ট হয়নি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বাদী পক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম দুই সহোদরকে প্রতিবেশী নারীকে হত্যার এই দণ্ডের আদেশ দিয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা