X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শিক্ষার্থী মৌলির আত্মহত্যা: কাজ শুরু করেছে কলেজের তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১২:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২:০৭

বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মালিয়া মারিয়া মৌলির আত্মহত্যার ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু করেছে।

তদন্ত কমিটির প্রধান মহিলা কলেজের উপাধ্যক্ষ সালমা বেগম। অপর দুই সদস্য হলেন– কলেজের শিক্ষক প্রভাষক কুমার মণ্ডল ও হাবিবুর রহমান।

কলেজ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘মেধাবী শিক্ষার্থী মৌলির আত্মহত্যার জন্য উচ্চতর গণিতের এক শিক্ষককে দায়ী করা হয়। তার কাছে প্রাইভেট না পড়ায় ওই বিষয়ে অকৃতকার্য করানোর পরিপ্রেক্ষিতে মৌলি আত্মহত্যা করে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটির হাতে মৌলির উত্তরপত্র তুলে দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদনের পর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যক্ষ ‍আরও বলেন, ‘ইতোমধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত শুরু করেছেন। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন জমা দেবে।’

প্রসঙ্গত, ২০ নভেম্বর দুপুরে কলেজের বাৎসরিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফলে মৌলি সব বিষয়ে এ-প্লাস পেলেও শুধু উচ্চতর গণিতে অকৃতকার্য হন। সেখান থেকে বাসায় ফিরে তিনি পরিবারের সদস্যদের অবহিত করেন, উচ্চতর গণিতের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার কারণে তাকে ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানো হয়েছে। এরপর নিজ কক্ষে প্রবেশ করে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেয় মৌলি। তাকে দ্রুত উদ্ধার করে মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক