X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুর বোর্ডে সর্বনিম্ন পাসের হার কুড়িগ্রামে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১০:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:২৯

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সর্বনিম্ন পাসের হার কুড়িগ্রাম জেলায়, ৭৫ দশমিক শূন্য ২ শতাংশ। সর্বোচ্চ হার দিনাজপুরে, ৮৩ দশমিক ৬২ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের দেওয়া তথ্য মতে, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল এক লাখ হাজার ৭৪ হাজার ৫৭৭ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪১ হাজার ৬৮২ জন। এই শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। কুড়িগ্রাম জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ২০৩ জন। পাসে করেছে ১৪ হাজার ৪০৭ জন। পাসের হার ৭৫ দশমিক শূন্য ২ শতাংশ; যা দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার মধ্যে সর্বনিম্ন।

পাসের হারে কুড়িগ্রাম জেলা সর্বনিম্ন হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এ জেলার অবস্থান দিনাজপুর বোর্ডে ষষ্ঠ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২০৩ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ জিপিএ-৫ দিনাজপুর জেলায়।

এদিকে জেলায় বিগত বছরগুলোর মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। এ বছর এসএসসি পরীক্ষায় জেলার শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী জানান, এ বছর এই স্কুল থেকে মোট পরীক্ষার্থী ছিল ২৪৮ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন। তারা সবাই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ বছর প্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৯.৫৯ শতাংশ বলেও জানান এই শিক্ষক।

/এমএএ/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ, হাতেনাতে ধরে ২ বছরের কারাদণ্ড
এসএসসি পরীক্ষা রেখে ‘প্রেমিকের হাত ধরে পালালো’ কিশোরী
পরীক্ষাকক্ষে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!