X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

একসঙ্গে এসএসসি দিয়ে ভালো ফল করলেন বাবা-ছেলে

নাটোর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১৫:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৫:৫২

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামে একই গ্রেডে বাবা-ছেলের এসএসসি পাসের ঘটনা ঘটেছে। ফলাফলে বাবা ইমামুল ইসলাম পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৭৯। ছেলে আবু রায়হান পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৮২।

এই বাবা-ছেলে এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বাবা ইমামুল ভোকেশনাল শাখার ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড এবং ছেলে রায়হান একই শিক্ষা প্রতিষ্ঠানের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের ছাত্র হিসেবে পরীক্ষায় অংশ নেন।

ইমামুল ইসলাম জানান, তার বাবা-মা বেঁচে আছেন। দুই ভাই আর এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাবা-মার ১০ কাঠা ফসলি জমি আর দেড় কাঠা জমির ওপর বাড়ি ছাড়া আর কিছু নেই। অষ্টম শ্রেণি পাসের পর ইমামুলকে সংসারের হাল ধরতে হয়। তাই ২৪ বছর আগে তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি শুরু করেন। ওই চাকরি করা অবস্থায় একসময় ফরিদপুরের মেয়ে রেহেনাকে বিয়ে করেন তিনি। ১৮ বছর চাকরি শেষে স্বপরিবারে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে তিনি বাড়ির সাথে একটি মুদি দোকানে ব্যবসার পাশাপাশি দুটি গরু আর কিছু হাঁস-মুরগি-কবুতর পালন করে সংসারের ব্যয় নির্বাহ করছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনার একটি সুপ্ত ইচ্ছা তার রয়ে গিয়েছিল। জীবনের এ পর্যায়ে এসে নিজেকে বড় ছেলের সঙ্গে নবম শ্রেণিতে ভর্তি হওয়ার পর এবার এসএসসি পাস করলেন।

তিনি ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে জানান, সন্তানদের সঙ্গে তিনিও পড়ালেখা চালিয়ে যেতে চান। ভবিষ্যতে ছেলেরা ভালো চাকরি পেয়ে ভালোভাবে জীবন কাটাতে পারলেই তিনি খুশি। নিজে শিক্ষিত হওয়ার পাশাপাশি দুই ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে উৎসাহ দানসহ তাদের শিক্ষা অর্জনে সহায়তাই তার মূল লক্ষ্য।

ছেলে আবু রায়হান বলেন, ‘বাবার সঙ্গে পড়ালেখা করতে সুবিধা হয়েছে। একই সঙ্গে আমরা পাস করায় ভীষণ আনন্দিত। ভবিষ্যতে বাবা-মার প্রত্যাশা চাই।’

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. শামসুন্নাহার জানান, পরীক্ষায় অনেকেই পাস করেছে। তবে এই বাবা-ছেলের একই সঙ্গে পরীক্ষা দেওয়া আর ভালো ফলাফল আলাদা মাত্রা যোগ করেছে এই প্রতিষ্ঠানে। তিনি এই বাবা-ছেলের মঙ্গল কামনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৬ জুন
বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ জনই নিহত
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি