X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘আমাদের দুর্ভাগ্য শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের তালিকা চূড়ান্ত করা যায়নি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ডিসেম্বর ২০২২, ১৮:২৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের তালিকা তৈরির দাবি জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের একটি সরকারি তালিকা চূড়ান্ত করা যায়নি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সব জনপদে বুদ্ধিজীবীদের টার্গেট করে হানাদার পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে পাহাড়তলীর বধ্যভূমিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় নাছির উদ্দীন আরও বলেন, ‘আমাদের আরও একটি দুর্ভাগ্য, আমাদের নিজ নিজ এলাকায় কারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং ’৭১-এর পরাজিত শক্তির এজেন্ট তাদের নামও আমরা জানি না। অথচ আমরা যারা মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী তাদের নামগুলো ওই পরাজিত শক্তির কাছে তৈরি করা আছে; সুযোগ পেলেই আমাদের তারা সহজেই টার্গেট করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে যখন জাতীয় ঐক্যের ডাক আসে, তখন আমরা তাদের শনাক্ত করতে পারি না।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের মধ্যে বড় দুর্বলতা, ক্ষেত্র বিশেষে আপসকামিতার মনোভাব। তাই আমরা কেউ কেউ কুমতলবে জামায়াত-শিবিরের চিহ্নিত নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিই। তাদের তথাকথিত দেশপ্রেমিক হিসেবে সার্টিফাইড করি!’

তিনি বলেন, ‘এই বিজয়ের মাসে জামায়াত-বিএনপি পরিকল্পিতভাবে দেশে সরকার পতন আন্দোলনের নামে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপপ্রয়াস চালাতে চেষ্টা করেছিল। আমরা তাদের সভা-সমাবেশ করার সুযোগ দিয়েছি। কিন্তু নাশকতা সৃষ্টির লাইসেন্স দিতে পারি না এবং দিইনি। জনগণ তাদের কুমতলব প্রত্যাখ্যান করেছে।’

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যাকারী চরম মানবতাবিরোধী ও তাদের অনুসারীরা এখনও আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তাই সামগ্রিকভাবেই জাতি বিপজ্জনক পরিস্থিতি ও পরিবেশের মধ্য দিয়ে একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করে যাচ্ছে। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত হয়ে চূড়ান্ত লড়াইয়ের শরিক হয়ে জাতিকে বিপদমুক্ত করতে হবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন– মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা আলহাজ সফর আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা