X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাত নামলেই বাংলাদেশে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ভারতীয় হাতির পাল

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৩১

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামে গত দুই রাত ধরে ভারতীয় হাতির তাণ্ডব চলছে। হাতির তাণ্ডবে স্থানীয় কৃষকদের কয়েক বিঘা জমির ভুট্টা ও সরিষা ক্ষেতসহ পানি সেচের শ্যালো ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়াও রবিবার দিবাগত রাতে হাতির পাল স্থানীয় এক বাসিন্দার বসতবাড়ির ক্ষতি সাধন করেছে বলে জানা গেছে। হাতির তাণ্ডবে কয়েকটি গ্রামের কৃষক ও বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

শ্যালো মেশিন ভেঙে ফেলছে হাতির পাল উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়া, পূর্ব জালছিড়াপাড়া ও বালিয়ামারী সীমান্তে গত দুই রাত ধরে বুনো হাতি তাণ্ডব চালিয়ে আবারও ভারতীয় সীমান্তে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, গত শনি ও রবিবার (৭ ও ৮ জানুয়ারি) গভীর রাতে রাজীবপুর ও রৌমারী উপজেলার সীমান্ত এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ১০৭২-এর কাছ দিয়ে বন্য হাতির পাল ব্যাপক এলাকাজুড়ে বাংলাদেশ সীমান্তের কৃষকদের ক্ষেত তছনছ করে।

পূর্ব জালচিড়া পাড়া গ্রামের কৃষক শফিউর রহমান শফি জানান, গত রবিবার রাত ৩টার দিকে আন্তর্জাতিক পিলার ১০৭২-এর দক্ষিণ দিকে বর্ডার হাটের পাশ দিয়ে ৩০-৩৫টি হাতি ভারতের কালাইয়ের চর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী ব্যাপারীপাড়া গ্রামের সামনে দিয়ে ঢোকে। এরপর মিয়াপাড়া ও জালচিড়াপাড়া সীমান্তের প্রায় ৫ একর জমির ভুট্টা, সরিষা ও গমের জমি লন্ডভন্ড করে। সঙ্গে তিনটি স্যালোমেশিন দুমড়ে-মুচড়ে দিয়েছে।

বালিয়ামারী গ্রামের কৃষক আব্দুল আজিজ দেওয়ানী জানান, হাতির পাল তার সরিষার জমি এবং স্যালো মেশিনসহ কমপক্ষে ৫টি শ্যালো মেশিন ভাঙচুর করেছে। সঙ্গে তার জমির আশেপাশের প্রায় ৫ বিঘা জমির ভুট্টা, সরিষা, ধানের বীজতলা, সবজি বাগান ও গমের ক্ষেত পদদলিত করেছে।

ভুট্টা, সরিষা, ধানের বীজতলা, সবজি বাগান ও গমের ক্ষেত পদদলিত করেছে হাতির পাল ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রতি বছর বন্যহাতি তাদের ব্যাপক ক্ষতি করলেও সরকারি উদ্যোগে তাদের ফসল রক্ষা কিংবা প্রয়োজনীয় ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা গ্রহণ করা হয় না। হাতির তাণ্ডব থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কার্যকর পদক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা।

রাজীবপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম বলেন, ‘গত দুই দিন ধরে রাতের বেলা ভারতীয় সীমান্ত থেকে হাতির পাল বাংলাদেশ সীমান্তে এসে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করছে। হাতির তাণ্ডবের ভয়ে মানুষ আতঙ্কে আছে। বিষয়টি নিয়ে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

ওই ইউনিয়নের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস বলেন, ‘ভারতীয় হাতির পাল বাংলাদেশের কৃষকদের অনেক ফসলের ক্ষতি করেছে। সেচযন্ত্রও ভেঙে ফেলেছে। আমি বালিয়ামারী বিজিবি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানিয়েছি। এ ছাড়াও উপজেলা প্রশাসনকে এ বিষয়টি জানানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৎস্যঘের থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির উদ্ধার
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ