X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্যবসাপ্রতিষ্ঠানে লুট, নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ১৩:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:১১

গাজীপুরের শ্রীপুরে এক নিরাপত্তাপ্রহরীকে হত্যা করে পোল্ট্রি ফিডের দোকানের তালা ভেঙে সিন্দুকসহ নগদ টাকা, ব্যাংকের চেক, গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নিয়ে গেছে ডাকাতরা। রবিবার (২৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কেওয়া পশ্চিম খণ্ড মাওনা হাইওয়ে থানা পুলিশ বক্সের ১০০ গজ অদূরে এ ঘটনা ঘটে।   

নিহত নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিন (৫৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণচর হাজীপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পৌরসভার ৬নং ওয়ার্ডে (ব্যাপারী বাড়ি) এলাকায় নিজ বাড়িতে থেকে ম্যাক্স-৪ সিকিউরিটি সার্ভিসের অধীনে আল আমিন পোল্ট্রি ফিডের দোকানে দুই মাস ধরে চাকরি করতেন।

আল আমিন পোল্ট্রি ফিডের মালিক আহমেদ ইয়াদরিব জানান, শনিবার সন্ধ্যায় তিনি দোকানে তালা লাগিয়ে চলে যান। রবিবার সকাল ৮টায় দোকানের ব্যবস্থাপক জালাল উদ্দিন দোকান খুলতে আসেন। পরে দোকানের তালা কাটা দেখে তাকে ফোন দেয়। খবর পেয়ে দোকানে এসে ভেতরে ঢুকে দেখেন ডাকাতরা সিন্দুকসহ তাতে থাকা নগদ ৫ লাখ ৫৫ হাজার টাকা, স্বাক্ষর সংবলিত এক লাখ টাকার চেক, গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নিয়ে যায়। এ সময় তারা দোকানের নিরাপত্তা প্রহরী হেলালকে নিয়ে যায়। পরে গাজীপুরের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া (বেগমপুর) এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তা ছাড়া নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধারের ঘটনাস্থল পাশের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া (বেগমপুর) এলাকাও পরিদর্শন করা হয়েছে। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১০ হাত পূর্ব পাশে স্থানীয় এসবিএল পোশাক কারখানার সামনে ভাঙাড়ি মালামালের ওপর পড়ে থাকা অবস্থায় হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে। পরে অনুসন্ধান করে লাশের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে চলন্ত গাড়ি থেকে ওই স্থানে লাশ ফেলে গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়