X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সুন্দরবনের সুপতি স্টেশনে ৩ বাঘের ঘোরাঘুরি, বনরক্ষীরা অবরুদ্ধ

খুলনা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬

সুন্দরবনের সুপতি স্টেশনের আশপাশ এলাকায় তিনটি রয়েল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করছে। এর ফলে বন অফিসের কর্মরত বনরক্ষীরা অবরুদ্ধ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

শরণখোলা রেঞ্জের রেঞ্জার সুফল রায় বলেন, ‘শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা বাঘ তিনটি সুপতি অফিসের পাঁচ জনকে এক প্রকার অবরোধ করেই রেখেছিল। শনিবার সকালের পর বাঘগুলো একটু দূরে সরে যায়। প্রথমে দুটি বাঘ একসঙ্গে আসে। তারা পুকুর পাড়ে ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে আরও একটি বাঘ চলে আসে। সেগুলো বন অফিসের একেবারে সামনে চলে আসে। এ অবস্থায় বনরক্ষীরা অফিস কক্ষে বন্দি হয়ে পড়েন। এর আগে প্রথমে বাঘ দেখে বনরক্ষীরা টিন পিটিয়ে বাঘগুলোকে সরিয়ে দিতে চেষ্টা করেন। কিন্তু বাঘগুলো তা আমলে না নিয়ে নিজেদের মতো করেই সেখানে অবস্থান নেয় এবং ঘোরাঘুরি করতে থাকে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর মাস থেকে এপ্রিল পর্যন্ত বাঘের মিলনের সময়। এ সময়ে বাঘ জোড়া বাঁধে। তারা নিরাপদ স্থান খুঁজতে থাকে। তাই বাঘ দেখার পর খবর পেয়ে অফিসের রক্ষীদের ফাঁকা গুলি ছুড়তে নিষেধ করা হয়। মিলনের সময়কালেই পুরুষ ও স্ত্রী বাঘ এক জায়গায় আসে। এ ছাড়া তারা নিঃসঙ্গ জীবন যাপন করে থাকে।’

সুন্দরবনের সুপতি স্টেশনের কাছাকাছি তিনটি রয়েল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করছে বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। বাঘ তিনটি ওই ফরেস্ট অফিসের আশপাশ দিয়ে ঘুরছে। বনরক্ষীরা দুটি বাঘের ছবিও তুলেছেন। কিন্তু, বাঘের ঘোরাঘুরিতে ওই ফরেস্ট অফিস এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শামসুল আরেফীন বলেন, ‘এখন বাঘের প্রজনন মৌসুম। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজের মতো ঘোরাফেরা করছে। তাদের কোনও ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, ‘শুক্রবার দুপুর ২টার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে। শনিবার দুপুরেও পর্যন্ত বাঘগুলোকে দেখা গেছে। বাঘগুলো দুপুরে অফিসের দক্ষিণ পাশে নদীর তীরে অবস্থান করছিল।’

তিনি জানান, তারা সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

সুন্দরবন পূর্ব বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় বাঘের আনাগোনা বেড়েছে। বাঘ জরিপ শেষ হলে বাঘের সংখ্যা বেড়েছে কিনা তা জানা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
তাজকিন আহমদকে সাতক্ষীরা পৌর মেয়র হিসেবে ক্ষমতায়নের ব্যবস্থা নিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে