X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজারকে প্রকাশ্যে গুলি: গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১০

নারায়ণগঞ্জ শহরের ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ম্যানেজার শফিউল আলম কাজলকে (৫০) প্রকাশ্যে গুলি করার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ভবন মালিকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বাদী হয়ে সদর থানায় এ ঘটনায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন–আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদার (৬৫) এবং তার ছেলে আরিফ তালুকদার। তারা দুজনই চাষাঢ়া এলাকার বাসিন্দা।

এর আগে, রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়া এলাকার সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় রেস্তোরাঁর ম্যানেজার কাজল গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আরও দুজন আহত হয়েছেন।

হামলার বর্ণনা দিয়ে ওই রেস্তোরাঁর অপর ম্যানেজার রিপন সাহা বলেন, ‘রবিবার রাত সাড়ে ৯টার দিকে ভবনের মালিক আজহার তালুকদার উত্তেজিত অবস্থায় পিস্তল হাতে রেস্তোরাঁয় প্রবেশ করেন। এ সময় তিনি গালিগালাজ শুরু করেন। তাকে থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে রেস্তোরাঁয় আসা ক্রেতারা ভয়ে হুড়োহুড়ি করে বের হয়ে যান। পরে ম্যানেজার কাজলকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে কাজল পায়ে গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে রেস্তোরাঁর একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, পানির বিল নিয়ে ভবনের মালিকের সঙ্গে রেস্তোরাঁর মালিকের দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ভবন মালিক পিস্তল থেকে ৫-৬ রাউন্ড গুলি ছুড়েছেন। এতে ম্যানেজার কাজল গুলিবিদ্ধ হন। এ ছাড়াও আরও দুজন আহত হয়েছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় ভবন মালিক আজহার তালুকদার এবং তার ছেলে আরিফ তালুকদারকে আসামি করে মামলা হয়েছে। তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত একজন আহতের তথ্য পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাউলাউ মারমা বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর ব্যবহৃত অস্ত্র দুটির (পিস্তল ও শটগান) লাইসেন্স রয়েছে। ওই রাতে দুই রাউন্ড গুলি ফুটানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত চলছে, তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে কত রাউন্ড গুলি করা হয়েছিল।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি