X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মন্দিরে হামলা: সাবেক চেয়ারম্যানসহ ১৩ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৮:২০আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে ও বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় ১৩ জনকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, কামারগাঁও গ্রামের মোখলেছ মিয়া ও ইদু মিয়া, কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর গ্রামের খসরু মিয়া, ঘোষপাড়া এলাকার শেখ মো. আব্দুল আহাদ, আশুরাইল বেনীপাড়ার সজীব চৌধুরী, পশ্চিমপাড়া এলাকার নাজির রহমান, মো. মাফুজ মিয়া, মীর কাশেম, মো. মফিজুল হক, সায়হাম রাব্বী শ্যাম, তাবারক রেজা এবং আনন্দপুর গ্রামের আনিস মিয়া। 

এর মধ্যে পাঁচ জন পলাতক। তারা হলেন হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, পশ্চিমপাড়ার মো. মফিজুল হক, সায়হাম রাব্বী শ্যাম, তাবারক রেজা এবং আনন্দপুর গ্রামের আনিস মিয়া। 

সাজাপ্রাপ্ত আসামি নাজির মিয়ার স্ত্রী ফরিদা বেগম বলেন, ‘আমার স্বামী ভয়ে পালিয়ে ছিল। দীর্ঘ ছয় বছর ধরে এই মামলায় হাজিরা দিচ্ছিল। সর্বশেষ হাজিরা দেওয়ার সময় মঙ্গলবার তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। মন্দিরে হামলার ঘটনায় আমার স্বামীকে আসামি করা হয়েছে। আমার স্বামী এ বিষয়ে কিছুই জানে না। তিন মাস আগেও জেল খেটেছিল। এখন আবার রায় দিয়েছেন আদালত।’

আরেক সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমানের স্ত্রী মিনারা খাতুন বলেন, ‘হামলার দিন আমার স্বামী বাড়ি থেকে বের হয়নি। পুলিশের সঙ্গে ঘটনার দিন রাতে মন্দিরে পাহারা দিয়েছিলেন। হঠাৎ করে একদিন পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে এ ঘটনায় আসামি করা হয়।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে আট জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ জন পলাতক রয়েছেন। তাদের সবাইকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় ১১ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন বিচারক। রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী একেএম কামরুজ্জামান মামুন বলেন, ‘তথ্য প্রমাণ ছাড়া মামলায় এমন সাজার নজির বাংলাদেশে নেই। এই মামলার বাদীসহ ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে কেউ কারও নামও বলেননি। তথ্য প্রমাণ ছাড়া এমন রায় আমরা প্রত্যাখ্যান করছি। আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করা হবে। সেখানে আমরা ন্যায়বিচার পাবো বলে আশা করছি।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে নাসিরনগর সদরের গোবর্ধন দাসের বাড়ির পুরাতন দুর্গা মন্দির এবং পুরোহিতের রান্নাঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঘটনার তিন দিন পরও ভুক্তভোগীদের কেউ ভয়ে মামলা করেননি। পরে ৬ নভেম্বর মামলা করেন তৎকালীন নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী। মামলাটি অধিকতর তদন্ত শেষে ১৩ জনের নাম উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। ঘটনার ছয় বছর পর আজ রায় ঘোষণা দিয়েছেন আদালত।

 

/এসএন/
সম্পর্কিত
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী