X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ১৭:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী কল্যাণপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আব্দুল হেকিম ওরফে টাক্কা (৩২) নামে একজন মারা গেছেন। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।

শুক্রবার বিকালে স্থানীয়দের মাদক ব্যবসায়ীদের এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। এই ঘটনায় উভয় পক্ষের আট জন আহত হয়েছেন।

নিহত টাক্কা কল্যাণপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

টাক্কার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ‘আব্দুল হেকিম টাক্কা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় শিক্ষানবিশ আইনজীবী রনি তার মাদকব্যবসার বিরোধিতা করায় টাক্কা ক্ষুব্ধ ছিলেন। বিষয়টি কয়েকবার আমাকে রনি জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আদালতে শিক্ষানবিশ আইনজীবী হওয়ায় রনি শহরে ভাড়াবাসায় বসবাস করছেন। সম্প্রতি মাদক ব্যবসায়ী আব্দুর হেকিম টাক্কা হুমকি দিয়েছে, রনিকে শহরে লোকজন দিয়ে মারধর করবে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে রনি নিজ বাড়িতে আসলে টাক্কা তার ওপর চড়াও হয়। এ নিয়ে মাদক ব্যবসায়ীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে টাক্কার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।’

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, টাক্কা একজন মাদক ব্যবসায়ী। সম্প্রতি এক নারীসহ টাক্কাকে একটি ঘর থেকে আটক করা হয়েছিল। ছাড়া পাওয়ার পর স্থানীয়রা তাকে নিয়ে মশকরা করতো। বৃহস্পতিবার সে মোটরসাইকেল নিয়ে এলাকায় ঘোরাঘুরির সময় স্থানীয় কাজী সালেক মশকরা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ শুক্রবার এই ঘটনার জেরে সালেক ও তার চাচাতো ভাই রনির সঙ্গে টেক্কার বাকবিতণ্ডা হলে স্থানীয়রা তাকে মারধর করে। এই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত টাক্কাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

তিনি আরও জানান, আব্দুল হেকিম ওরফে টাক্কার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মাদকের মামলা চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী মেলা বসানো নিয়ে দুই ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!