X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১৪:০৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৪:০৪

যশোরের বাঘারপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের রাঘবপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ (৩৫) মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে। আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাজমুল (৩০) এবং শ্রীপুর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেন (৩৮)। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী যাত্রীবাহী বাস সকাল ৭টার দিকে বাঘারপাড়ার রাঘবপুর এলাকায় পৌঁছায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা মাছভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা যান। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা-পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে। ট্রাকটি স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা মাগুরায় আটকে রেখেছে বলে শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এসএন/
সম্পর্কিত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
টেস্ট থেকে অবসরে কোহলি
টেস্ট থেকে অবসরে কোহলি
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো