X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এসএসসির প্রশ্নফাঁস রোধে এবার কুড়িগ্রামে সর্বোচ্চ সতর্কতা

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৬ এপ্রিল ২০২৩, ২০:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২০:৩১

গত বছর কুড়িগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় এবার তা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

জেলায় এ বছর ২২ হাজার ৬৯০ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। আগামী ৩০ এপ্রিল জেলার ৯ উপজেলার ৪৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রশ্নফাঁস রোধে জেলা প্রশাসন এ বছর আরও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‌‘ইতোমধ্যে পরীক্ষা সংশ্লিষ্টদের এসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এর আগে ২০২২ সালে এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার দিন ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নফাঁস হয়। প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করে ছয় বিষয়ের প্রশ্নপত্র বাতিল করেছিল দিনাজপুর শিক্ষাবোর্ড। পরে পরিবর্তিত প্রশ্নে নতুন তারিখ ঘোষণা করে সেসব পরীক্ষা নেয় বোর্ড।

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্র জানায়, এ বছর জেলায় এসএসসিতে ২০ হাজার ৭৭৯ এবং ভোকেশনাল ও দাখিল পর্যায়ে এক হাজার ৯১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে জেলার ৯ উপজেলার ৩৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা এবং ১২টি কেন্দ্রে ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলোর মধ্যে সর্বাধিক পরীক্ষার্থী অংশ নেবে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে; এক হাজার ৭৭৪ জন। এর পরেই কুড়িগ্রাম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৭৪ পরীক্ষার্থী অংশ নেবে। গত বছর প্রশ্নফাঁস হওয়া নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর প্রশ্নফাঁসের কারণে এ বছর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে জেলার সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রশ্নপত্র সর্টিং থেকে শুরু করে কেন্দ্রে নেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখভালের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি কেন্দ্রে ট্যাগ কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত নজরদারির পাশাপাশি গোয়েন্দা নজরদারি থাকছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, ‘নিয়মিত নজরদারির সঙ্গে সাইবার পেট্রোলিং থাকছে। প্রশ্নফাঁস রোধে পুলিশ হেডকোয়ার্টার্স, রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশ সব ধরনের নজরদারি করবে।’

এদিকে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ থেকে শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থী, পরীক্ষা গ্রহণকারী, কর্মকর্তা-কর্মচারী, পরিদর্শক দলের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্যদের জন্য কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনও প্রকার মিছিল, সভা ও যেকোনো শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর মিটিংয়ে আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আগের চেয়ে অনেক বেশি সতর্ক আছি। এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।’

/এএম/
সম্পর্কিত
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পরীক্ষার তারিখ পেছালো
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা