ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে লোকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লুবান পৌর শহরের বাসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রভাতী শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চুল কাটার কথা বলে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয় লুবান। পরে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার শেখার জন্য নামে। সাঁতার না জানায় লুবান পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা চিৎকার করলে স্থানীয়রা পুকুর থেকে লুবানকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, বন্ধুরা মিলে সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃত্যু হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারণে পানির গভীরতা অনেক বেশি ছিল।