X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

নাদিম হত্যার প্রতিবাদে সারা দেশে সাংবাদিকদের বিক্ষোভ অব্যাহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০২৩, ২১:৩৫আপডেট : ১৭ জুন ২০২৩, ২২:৫২

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ শনিবার (১৭ জুন) এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা:

রাজশাহী: শনিবার নগরীর কাদিরগঞ্জ দরিখরবোনা এলাকায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যার সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপরে হামলা ও হত্যা করা হচ্ছে। এসব হামলা ও হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা লক্ষণীয়। সাংবাদিকদের ওপর হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার হলে এ ধরনের ঘটনা ঘটে না। বিচার না হওয়ার কারণে হামলা বেড়েই চলেছে। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে।’

সাংবাদিক নাদিম হত্যার বিচার চেয়ে বক্তারা বলেন, ‘নাদিমের হত্যাকারীদের সঠিক বিচার না হলে দেশে হত্যাকাণ্ড বাড়বে। অবিলম্বে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন– বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব রাশেদ রিপন। সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। পরিচালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক।

রংপুর: সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। মানববন্ধনে রংপুর প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সব সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন– বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আসাদ মণ্ডল, সাংবাদিক লিয়াকত আলী বাদল, প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, এনটিভির প্রতিনিধি ময়নুল হক, সিটি প্রেসক্লাবের হুমায়ুন কবীর মানিক, যমুনা টিভির মাযহারুল মান্নান, ফরহাদুজ্জামান ফারুখ, এহসানুল হক সুমনসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘সাংবাদিক নাদিম তার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, এসপি, ওসি সবার কাছে আকুতি জানিয়েছিলেন। কিন্তু রাষ্ট্র তার নিরাপত্তা দেয়নি। এ কারণে চিহ্নিত ঘাতকরা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বক্তারা ঘাতকদের গ্রেফতার করে দ্রুতবিচার আইনে বিচার করে শাস্তি প্রদান এবং  জামালপুরের পুলিশ সুপার ও থানার ওসির অপসারণ দাবি করেন।

নোয়াখালী: ঘাতকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন– নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহ-সভাপতি শাহ এমরান সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।

এ সময় বক্তারা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এত ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

কুমিল্লা: শনিবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ‘আঘাতে আঘাতে নড়বড়ে হয়ে গেছে রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ। আজ চাইলেই এই খুঁটিকে ভেঙে ফেলা যায়, চাইলেই সাংবাদিককে মেরে ফেলা যায়! দেশে একজন সাংবাদিক হত্যারও বিচার হয় না। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। গত পাঁচ বছরে জেলা-উপজেলায় নিহত তিন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। কথায় কথায় সাংবাদিকরা আজ নিপীড়িত-লাঞ্ছিত। সরকারের কাছে অনুরোধ, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। না হয় আইন করে সাংবাদিকতা বন্ধ করে দিন। সাংবাদিকরা সবচেয়ে অসহায়।’

এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন– বাংলানিউজটোয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুমিল্লা প্রতিনিধি অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক, কুমিল্লার কথা পত্রিকার সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির বাহার রায়হান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন– প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদিক, সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি আজিজুল হক, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লার কাগজের বশিরুল ইসলাম, ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি ম্যাক রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাফি, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ ও মোস্তাফিজুর রহমান, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, এসটিভির রাজিব সাহা, চেতনায় একাত্তরের মাইনুল হক স্বপন, যমুনা টিভির ক্যামেরা পারসন কামরুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্য আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব, পথিকৃৎ কুমিল্লার সাইফ ও সোনালী নিউজের রাফি।

ব্রাহ্মণবাড়িয়া: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন– প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ইমজা সভাপতি পীযূষ কান্তি আচার্যসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে নাদিমকে নৃশংসভাবে হত্যা করেন।’

সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সঠিক সংবাদ প্রকাশ করেও সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘদিনেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার হয়নি। আমরা জানি না, নাদিম হত্যার বিচার হবে কিনা। হত্যাকারী ইউপি চেয়ারম্যান বাবুসহ খুনিদের ফাঁসির দাবি জানান তারা।

মুন্সীগঞ্জ: গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় প্রেসক্লাব মূল ফটকের সামনে এ মানববন্ধনে অংশ নেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহতের পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সারা দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের হত্যা-নির্যাতন রোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদ-ই- হাসান তুহিন বলেন, ‘দেশে যেখানে সাংবাদিক কেন, কোনও মানুষই নিরাপদে নেই। এ দেশে এ পর্যন্ত কোনও সাংবাদিক হত্যার বিচার হয়নি।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ সোহান, সাংবাদিক গোলজার হোসেন, সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, সুমন ইসলাম, শেখ মোহাম্মদ রতন, হাসান জুয়েল, তানজিল চাকলাদার, জুয়েল রানা, মোহাম্মদ সুজন পাইক, সুমিত সরকার সুমন, আরাফাত রায়হান সাকিব, রলিং, সাকিব আহমেদ বাপ্পি।

শ্রীনগর, মুন্সীগঞ্জ: নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন– প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল, সাংবাদিক শাহ আলম ইসলাম নিতুল, আসাদুজ্জামান জীবন প্রমুখ।

জয়পুরহাট: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার সকালে জয়পুরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের (পিপি) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন– প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, খ ম আব্দুর রহমান রনি, আবু বক্কর সিদ্দিক, মোস্তাকিম ফাররোখ, তপন কুমার খাঁ, শাজাহান সিরাজ মিঠু, শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শাহিদুল ইসলাম সবুজ, এরশাদুল বারী তুষার, আব্দুল আলীমসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ
বিচারহীনতার কারণে বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে
সর্বশেষ খবর
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী
ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত: পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
উৎকণ্ঠাময় অপেক্ষার পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে নাবিকদের
উৎকণ্ঠাময় অপেক্ষার পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে নাবিকদের
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার