X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

মাদকের পাওনা টাকার জন্য ইজাজুলকে প্রকাশ্যে হত্যা: পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ১৬:৫৭আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৭:০০

কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়ে প্রকাশ্যে ইজাজুল (৩২) হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ঘাতকসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

গ্রেফতার আসামিরা হলো– কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার মহরম মিয়া, কুমিল্লা নগরীর বর্জ্যপুর এলাকার পারভেজ, বারোপাড়া এলাকার ইয়াসিন ও মুরাদপুর এলাকার রুপা আক্তার।

এর আগে আরও দুই আসামি দুলাল ও হোসেন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি শারমিন ও রুবেলের কাছে মাদক বিক্রির টাকা পাওনা ছিল ইজাজুলের। এই টাকা লেনদেন সংক্রান্ত কথাবার্তা বলতেই ২৫ জুন সন্ধ্যায় কান্দিরপাড় ডাকা হয় ইজাজুলকে। এ সময় মহরম ও পারভেজসহ অন্যরা ইজাজুলকে ঘিরে ধরে ফুটপাতের ওপর নিয়ে পায়ে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি মহরমের বিরুদ্ধে চুরি-ডাকাতি মাদকসহ মোট ১৪টি মামলা, পারভেজের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ পাঁচটি মামলা এবং ইয়াসিনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ কর্মকর্তা কামরান হোসেন জানান, হত্যার পর আসামিরা কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকায় পালিয়ে ছিল। পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, রবিবার (২৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়ে প্রকাশ্যে ইজাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। কান্দিরপাড়ের আনন্দ সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইজাজুল আদর্শ সদর উপজেলার আমড়াতলির মণিপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় ইজাজুলের বাবা বাদী হয়ে নয় জনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে ‘হত্যা’
এক গ্রামের অর্ধশতাধিক বাড়িতে মদ তৈরির কারখানা
ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার, বাবার ধারণা ভ্যান নিতে হত্যা
সর্বশেষ খবর
নিজঘরে স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক
নিজঘরে স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আলাভেসকে বিধ্বস্ত করে যে রেকর্ড গড়েছে রিয়াল
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা