X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২৩, ১৫:৫৯আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:০৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুইটিই কমেছে। এবার ৭৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। 

শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।

পাসের হার ও জিপিএ-৫ কমার কারণ হিসেবে তিনি বলেন, ‘এ বছর সকল বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। যে কারণে দুর্বল শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে। এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জেএসসি পরীক্ষা হয়নি। এ কারণেও এসএসসির ফলাফলে প্রভাব পড়েছে।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি স্কুলের পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৩৮৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪ ছাত্র ও জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী। এবারের পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়। এবার এক বিষয়ে ফেল করেছে ২২ হাজার ৩৯৬ জন। ৪৫টি স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ, ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৪, মানবিক বিভাগে ৬৫ দগশমিক ৪১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ দশমিক ৬ শতাংশ। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৫ দশমিক ৪৩, মহানগর বাদে জেলায় ৭৮ দশমিক ১০ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৮০ দশমিক ৬৫, কক্সবাজারে ৭৭ দশমিক ২৫, রাঙ্গামাটিতে ৬৭ দশমিক ৯২, খাগড়াছড়িতে ৬৮ দশমিক ৩৭ এবং বান্দরবানে ৭০ দশমিক ৩০ শতাংশ।

/এসএন/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ, হাতেনাতে ধরে ২ বছরের কারাদণ্ড
এসএসসি পরীক্ষা রেখে ‘প্রেমিকের হাত ধরে পালালো’ কিশোরী
পরীক্ষাকক্ষে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে