X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বন্যায় লোহাগাড়ার এক ইউনিয়নে ৩০০ ঘর ডুবে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৩, ১৩:৫২আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৫:০৮

মো. হাফেজ (৫৮) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ছত্রপাড়া এলাকার বাসিন্দা। পেশায় দিনমজুর হাফেজের রয়েছে তিন মেয়ে। বন্যায় ডুবে গেছে তার ঘর। এ কারণে রবিবার (৬ আগস্ট) থেকে তিনি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এর মধ্যে পানিতে ভেঙে তলিয়ে গেছে তার পুরো ঘর।

হাফেজ মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি পেশায় দিনমজুর। যখন যে কাজ পাই সে কাজই করি। স্ত্রী এবং তিন মেয়ে নিয়ে আমার সংসার। আমার একমাত্র আশ্রয়স্থল মাটির ঘরটিও ভেঙে গেছে। আমার বাড়িভিটায় এতো পানি, আমার ভেঙে যাওয়া ঘরটি এখনও পানির নিচে। বাড়িতে সব জিনিসপত্র রেখে কাপড় নিয়ে বের হয়েছি। জানি না জিনিসপত্রের কি অবস্থা।’

হাফেজের ভাতিজা মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ঘরেও কোমর সমান পানি। আমার চাচার ঘরটি ভেঙে গেছে। তার সামর্থ্য নেই, নতুন করে আরেকটি ঘর নির্মাণ করবে। একদিকে বন্যা অপরদিকে ঘর হারিয়ে তিনি এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছেন।’

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ইউনিয়নে অন্তত ৩০০টির মতো মাটির ঘর ইতোমধ্যে ধসে পড়ার তথ্য পেয়েছি। এই ইউনিয়নের অধিকাংশ বাড়ি-ঘর এখনও পানির নিচে। লোকজন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তবে বুধবার (৯ আগস্ট) কিছুটা পানি কমেছে। বৃষ্টি না হলে আগামী দুই-তিনদিনের মধ্যে পানি কমে আসবে বলে মনে করছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পানি কিছুটা কমলেও এখনও অনেক পানি। অনেকগুলো ঘর ধসে গেছে। তবে কি পরিমাণ ঘর ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও চালসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।’

/এসএন/
সম্পর্কিত
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী